অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টেস্ট একাদশ বাছলেন রোহিত শর্মা


ক্রীড়া ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১১:৩০ পিএম
অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টেস্ট একাদশ বাছলেন রোহিত শর্মা

সদ্য অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছেন কোহালি-রোহিতরা। অজিদের বিরুদ্ধে তাদের মাঠে টেস্ট সিরিজ জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমান অস্ট্রেলীয় দলটির থেকে অনেক গুণে এগিয়ে কোহালির টিম ইন্ডিয়া। সফর থেকে ফিরে অজিদের সেরা একাদশ বাছলেন রোহিত। কারা ঠাঁই পেলেন সেই টিমে।

ম্যাথু হেডেন: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ওপেনার। ১০৩টি টেস্টে সাড়ে আট হাজারের উপর রান করেছেন। রয়েছে ৩০টি শতরান

ডেভিড ওয়ার্নার: ৭৪টি টেস্ট খেলা ওয়ার্নার করেছেন ছয় হাজারের বেশি রান। শতরান রয়েছে ২১টি।

রিকি পন্টিং: অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক। ২৮৭টি টেস্ট ইনিংসে রানের গড় ৫৮-এর উপর। ৪১টি শতরান রয়েছে পন্টিংয়ের

ক্লার্ক: অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক। ১১৫টি টেস্ট খেলা ক্লার্কের ঝুলিতে রয়েছে সাড়ে আট হাজারের বেশি রান। ২৮টি শতরান রয়েছে তাঁর।

মাইক হাসি: অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বাঁহাতি ব্যাটসম্যান। ৭৯টি টেস্টে পঞ্চাশের বেশি গড়ে রান করেছেন।

শেন ওয়াটসন: অলরাউন্ডার ওয়াটসন বল-ব্যাট সব ক্ষেত্রেই এক সময় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ব্যাটিং গড় ৩৫-এর উপর। উইকেট পেয়েছেন ৭৫টি।

অ্যাডাম গিলক্রিস্ট: ৯৬টি টেস্ট খেলা প্রাক্তন অজি উইকেটরক্ষক করেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি রান। রয়েছে ১৭টি শতরান।

শেন ওয়ার্ন: বিশ্বের সর্বকালের সেরা স্পিনারদের মধ্য অন্যতম। ১৪৫টি টেস্টে ৭০৮ উইকেট দখলকারী এই লেগ স্পিনারের জন্য কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়।

ব্রেট লি: এক সময় গতির লড়াইয়ে বিশ্বের তামাম ব্যাটসম্যানদের কাছে ত্রাস হয়ে উঠেছিলেন। ৭৬টি ম্যাচ খেলা লি’র দখলে রয়েছে ৩১০টি উইকেট।

গ্লেন ম্যাকগ্রা: বিশ্বের সর্বকালের সেরা পেস বোলারের তালিকায় অবশ্যই তিনি থাকবেন। ১২৪টি টেস্ট খেলা ম্যাকগ্রার দখলে রয়েছে ৫৬৩টি উইকেট।
 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর