রোষের মুখে পাক ক্রিকেটাররা, চরম অসম্মান প্রকাশ্যে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১১:২৩ পিএম
রোষের মুখে পাক ক্রিকেটাররা, চরম অসম্মান প্রকাশ্যে

ইমরান খানের ছবি ঐতিহ্যমণ্ডিত ক্রিকেট প্রাঙ্গণ থেকে সরিয়ে আগেই পুলওয়ামা কাণ্ডের প্রতিবাদ জানিয়েছিল মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। সেই দেখানো পথই এবার অনুসরণ করল পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। মোহালি স্টেডিয়াম থেকে সরিয়ে ফেলা হল পাকিস্তানি ক্রিকেটারদের সমস্ত ছবি। শহিদ জওয়ানদের মৃত্যুতে সমবেদনা প্রকাশ করতেই এমন ঘটনা, জানানো হয়েছে সংস্থার তরফ থেকে।

সম্প্রতি পুলওয়ামাতে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সেখানে ৪৪ জন জওয়ান নিহত হয়েছেন। তারপরেই ঝড় বয়ে গিয়েছে গোটা দেশে। ক্ষোভের আগুন ছড়িয়ে গিয়েছে সর্বত্র। বিশ্বের বহু দেশ পাকিস্তানের নিন্দায় ব্রতী হয়েছে।

শাস্তিস্বরূপ ইমরান খানের ছবি ঢেকে দেওয়া হয়েছিল মুম্বাইয়ে। তবে মোহালিতে পাক ক্রিকেটারদেরও সেই ‘শাস্তি’র ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ। পিসিএ-র চেয়ারম্যান অজয় ত্যাগী বলেছেন, সংস্থার প্রত্যেকের সঙ্গে বৈঠকের পরে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোটা দেশ যেভাবে গর্জে উঠেছে এই ঘটনার জন্য, পিসিএ তার থেকে ব্যতিক্রম হতে পারে না।

মোহালিতেই বিশ্বকাপের ফাইনালে ঐতিহাসিক দুই দেশের ক্রিকেট যুদ্ধ হয়েছিল ২০১১-তে। জানা গিয়েছে, স্টেডিয়ামের গ্যালারিতে পাকিস্তানের সেই স্কোয়াডের ১৫জনের ছবির সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান, জাভেদ মিঁয়াদাদদের মতো তারকারও ছবি লাগানো ছিল। তবে তড়িঘড়ি সেই সমস্ত ছবি খুলে রাখা হয়েছে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর