দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াডে নেই ৮ জন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ০৭:৪৯ পিএম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াডে নেই ৮ জন

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। যাতে নিয়মিত অধিনায়ক দিনেশ চান্দিমালসহ সবশেষ সিরিজ থেকে ৮ জন ক্রিকেটারকে রাখা হয়েছে দলের বাইরে।

নিউজিল্যান্ড সিরিজের মতোই অধিনায়কত্ব দেয়া হয়েছে ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার লাসিথ মালিঙ্গাকে। তার ডেপুটি হিসেবে থাকবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), আভিশকা ফার্নান্ডো, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকভেলা, (সহ অধিনায়ক ও উইকেটরক্ষক), কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রিয়মল পেরেরা, ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা এবং লাকশান সান্দাকান।

প্রসঙ্গত, আগামী ৩ মার্চ জোহানেসবার্গে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১৬ মার্চ কেপটাউনে হবে সিরিজের শেষ ম্যাচ। মাঝের তিন ম্যাচ হবে যথাক্রমে ৬, ১০ এবং ১৩ তারিখে।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর