নিউজিল্যান্ড থেকে জোড়া বার্তা দিলেন পাইলট


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৯, ১১:৩৩ এএম
নিউজিল্যান্ড থেকে জোড়া বার্তা দিলেন পাইলট

নিউজিল্যান্ডে বাউন্সি উইকেটে মোটেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে প্রথম দুটি ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে টাইগার টিম। তার মধ্যে যোগ হয়েছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনের ইনজুরি। 

ক্রাইস্টার্চে সিরিজের  দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মোহাম্মদ মিঠুন।  এছাড়া এশিয়া কাপের সময় পাওয়া পুরোনো ব্যথা জেগে ওঠেছে মুশফিকুর রহিমের। তাই দুজনেরই আজ স্ক্যান করানোর হয়েছে। 

স্ক্যান করানোর পর জাতীয় দলের খণ্ডকালীন ম্যানেজার ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট অডিও বার্তায় বলেন, ‘মিঠুনের অবস্থা ভালো না। তবে মুশফিকুর রহিমের অবস্থা কিছুটা ভালো। স্ক্যান করার পর সমস্যা ধরা পড়েনি কারোই।  তবে মিঠুনের ফিরতে সময় লাগবে কমপক্ষে ১০-১২দিন। এক্ষেত্রে তৃতীয় ওয়ানডে মিস হতে পারে তার। তবে আমরা আশা করছি প্রথম টেস্টের আগে সে সুস্থ হয়ে উঠবে এবং খেলবেন।

অডিও বার্তায় তিনি আরো বলেন, ‘আজ মুশফিক প্র্যাকটিস করেনি। তবে কাল তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সে খেলবে কি না। আশা করা যায় মুশফিক তৃতীয় টেস্টে ফিরছেন। 

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর