শেষ ম্যাচে নেই কেন উইলিয়ামসন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৯:৫৯ পিএম
শেষ ম্যাচে নেই কেন উইলিয়ামসন

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই আগামী ২০ ফেব্রুয়ারির ম্যাচটি দাঁড়িয়েছে নিয়মরক্ষার ম্যাচে। আর সে ম্যাচে দেখা যাবে না কিউইদের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

২০ ফেব্রুয়ারী মাঠে গড়াবে সিরিজের শেষ ম্যাচটি, আর এই শেষ ম্যাচে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হচ্ছেন টম লাথাম। তবে বাংলাদেশের জন্য আশার আলো লাথামের অধিনায়ক হওয়ার খবরেই। কেননা এখন পর্যন্ত লাথামের নেতৃত্বে যে একটি ম্যাচে হেরেছে কিউইরা, সে ম্যাচটি ছিল বাংলাদেশের বিপক্ষেই।

২০১৭ সালে আয়ারল্যান্ডের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৫ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সে ম্যাচের অনুপ্রেরণা কাজে লাগিয়ে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যই থাকবে মাশরাফি বিন মুর্তজার দলের।

নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড আসেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেলর, মিচেন স্যান্টনার ও টিম সাউদি।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর