শেষ জুটিতে ভর করে শ্রীলঙ্কার রেকর্ড জয়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৮:০৯ পিএম
শেষ জুটিতে ভর করে শ্রীলঙ্কার রেকর্ড জয়

দলীয় ২২৬ রানে নবম উইকেটে পতনের পর মনে মনে অনেকটা জয় নিশ্চিত করে ফেলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু খেলায় শেষ বলে কিছুই নেই সেটা আরেকবার প্রমাণ করে দেখালেন কুশল পেরেরা। 

নয় উইকেট পড়ার পর ডারবান টেস্ট জিততে তখন ৭৮ রান দূরে ছিল শ্রীলঙ্কা। হাতে ১ উইকেট আর সময় চতুর্থ দিনের এক সেশন ও পুরো পঞ্চম দিন। দশম উইকেটে এই ম্যাচ জয় শ্রীলঙ্কার জন্য প্রায় অসম্ভব ছিল। কিন্তু এই কঠিন কাজকেই সম্ভব করে দিয়েছেন কুশল পেরেরা ও ফানার্নন্দো।

ম্যাচের চতুর্থ ইনিংসের শেষ জুটিতে পেরেরার সংগ্রহ ৬৭ আর ফার্নান্দোর মাত্র ৬। ২৭ বল উইকেটে থেকেই পেরেরার কাজ সহজ করে দেন ফানার্নন্দো। এই টেস্টের চতুর্থ ইনিংসের দশম উইকেটে ৭৮ রান টেস্ট ক্রিকেটে বর্তমান সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ৫৭ রান ১৯৯৪ সালে ইনজামামুল হক ও মুশতাক আহমদ এই রান সংগ্রহ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচিতে।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর