জুভেন্টাস কোচের চোখে বিস্ময় দুই আর্জেন্টাইন তরুণ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০১৯, ০৪:৫২ পিএম
জুভেন্টাস কোচের চোখে বিস্ময় দুই আর্জেন্টাইন তরুণ

শুক্রবার তুরিনের মাঠে ফ্রোজিনোনেকে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। যাতে দারুণ ভূমিকা ছিল আর্জেন্টাইন তারকা পাওলো দিবালার। তার পারফর্মে বেশ খুশি জুভি কোচ মাসসিমিলিয়ানো আলেগ্রি। একই সঙ্গে ইন্টার মিলানের আরেক আর্জেন্টাইন তরুণ মাউরো ইকার্দিকেও প্রশংসায় ভাসান তিনি।

এর আগের দিন ম্যাচের ৬ মিনিটেই দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন দিবালা। এরপর লিওনার্দো বানুচ্চি ও ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে ৩-০ ব্যবধাণে জয় পায় জুভেন্টাস। ম্যাচটিতে গোল ছাড়াও বেশকিছু এসিস্ট লক্ষ্য করা যায় দিবালার কাছ থেকে। তাতে উচ্ছ্বাস প্রকাশ করে আলেগ্রি বলেন, ‘আমি পাওলোকে নিয়ে খুব খুশি। জুভেন্টাসের এমন একজন খেলোয়াড়ের প্রয়োজন ছিল যে লাইনের মাঝে খেলতে পারে এবং দিবালা এ কাজে খুবই দক্ষ।’

এদিকে দিবালার পাশাপাশি ইন্টার মিলানে সংগ্রাম করা আর্জেন্টাইন সেন্টার ফরোয়ার্ড মাইরো ইকার্দি সম্পর্কেও কথা বলেছেন কোচ আলেগ্রি, ‘ইকার্দি হলো একজন সেন্টার ফরোয়ার্ড যে গোল করে। সে একজন তরুণ। তার সামনে অনেক পথ পড়ে আছে। কিন্তু আমি সবসময় বলে থাকি একজন খেলোয়াড়কে মূল্যায়ন করতে হলে তাকে প্রশিক্ষিত করতে হবে। প্রতিভার সন্ধান বিভিন্ন কোচের বিভিন্ন রকম।’

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর