চ্যাম্পিয়নস লিগ জিতবে কে জানালেন নেইমার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০৬:০২ পিএম
চ্যাম্পিয়নস লিগ জিতবে কে জানালেন নেইমার

গত মাসে ডান পায়ের মেটাটারসালে চোট পেয়ে মাঠের পড়ে আছেন নেইমার জুনিয়র।ছিটকে গেছেন প্রায় আড়াই মাসের জন্য। সাথে একই দলের আরেক তারকা ফুটবলার এডিনসন কাভানি ঊরুতে চোট পেয়ে মাঠের বাইরে। দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ইউনাইটেডের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।দলের দুর্দান্ত খেলা দেখে তাই আশাবাদী হচ্ছেন নেইমার। বলেছেন, চ্যাম্পিয়নস লিগ এবার পিএসজির ঘরেই যাবে।

২০১২ সাল থেকে ফ্রান্সের ঘরোয়া পর্যায়ের সব শিরোপা জিতলেও ইউরোপের সেরা প্রতিযোগিতায় শিরোপা এখনও অধরা পিএসজির। তবে এবার বৃত্ত ভাঙতে চায় দলটি। মূলত ইউনাইটেডের বিপক্ষের জয়েই আস্থা বেড়েছে নেইমারের। নিজেদের ঘরের মাঠে নিশ্চিতভাবেই আরও ভালো ফলাফল আশা করছে দলটি।

এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে চ্যাম্পিয়ন হবে পিএসজি। শুধু আমি নই, অসাধারণ খেলোয়াড় ও প্রতিভাবান কোচ নিয়ে পিএসজি দুর্দান্ত একটি দল। পাশাপাশি আমরা প্যারিসে খেলি তখন সমর্থকরা দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকা পালন করে। কোন সন্দেহ নেই, আমরাই চ্যাম্পিয়ন হবো এবং আমিও খেলবো।’

পায়ের কী অবস্থা এখন নেইমারের? কেমন চলছে চিকিৎসা? কবে নাগাদ আবার মাঠে দেখা যাবে? এ সম্পর্কে নেইমার বলেছেন, ‘পায়ের চিকিত্সা মাত্র শুরু হয়েছে। সুস্থ হওয়াটা একটা লম্বা সময়ের ব্যাপার। ঈশ্বরকে ধন্যবাদ যে দারুণ সব পেশাদাররা আমার পাশে রয়েছে। একই সঙ্গে রয়েছে পিএসজির এবং বিশ্বজুড়ে থাকা ভক্তদের সমর্থন।'

তবে একই ধরণের ইনজুরি গত মার্চেও পেয়েছিলেন নেইমার। তাই সে অভিজ্ঞতা থেকেই নিজেকে শক্ত করেছেন এ ব্রাজিলিয়ান, ‘খুব ছোট থেকেই আমি ফুটবল খেলেছি। তাই ফুটবল ও সমর্থকদের উষ্ণতা থেকে দূরে থাকাটা খুবই কঠিন। ২০১৮ সালেও আমি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আমি জানি, এটা কতটা বাজে। তবে এই অভিজ্ঞতা আমাকে আরো শক্তিশালী করে।’

আগামী ৭ মার্চ নিজেদের মাঠ পার্ক ডে প্রিন্সেসে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগ খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে প্রেসনেল কিমপেমবে ও কিলিয়ান এমবাপ্পের গোলে ২-০ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে আছে পিএসজি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর