ভারতীয় ফিল্ডারকে ‘বিশ্বসেরা’ উপাধি জন্টি রোডসের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৯, ০২:৩৪ পিএম
ভারতীয় ফিল্ডারকে ‘বিশ্বসেরা’ উপাধি জন্টি রোডসের

বিশ্বসেরা ফিল্ডার কে? সেটাই জানিয়ে দিলেন জন্টি রোডস। আইসিসির ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সুরেশ রায়নাকে সবার আগে রাখেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার। জন্টির চোখে এক নম্বর ফিল্ডার রায়নাই। 

ভারতের বাঁ হাতি ব্যাটসম্যানের ফিল্ডিং সম্পর্কে জন্টি বলেন, ‘রায়না আর আমার দর্শন একই। বলের জন্য ডাইভ দেবে কি দেবে না, তা নিয়ে মোটেও দোটানায় থাকে না রায়না। দ্রুত সিদ্ধান্ত নিতে পারে রায়না। ভাল ফিল্ডারের এটাই বড় গুণ। স্লিপে, আউটফিল্ডে বা সার্কেলে দাঁড়িয়ে অসাধারণ সব ক্যাচ নিয়েছে রায়না। ওকে ফিল্ডিং করতে দেখতে আমার ভালই লাগে। রায়নার ফিল্ডিং আমি উপভোগ করি। এই কারণে রায়না আমার কাছে একনম্বর ফিল্ডার।’

এক নম্বরে রায়না। বাকিদের নামও করেছেন রোডস। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার দু’ নম্বরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার তারকা এবি ডিভিলিয়ার্সকে। তিন নম্বরে ইংল্যান্ডের পল কলিংউড। চারে হার্শেল গিবস এবং পাঁচে অ্যান্ড্রু সাইমন্ডস। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর