বিপিএলই কাল হলো নারিনের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৯, ১২:৪৯ পিএম
বিপিএলই কাল হলো নারিনের

বিপিএলের ষষ্ঠ আসরে তার দল ঢাকা ডায়নামাইটস রানারআপ হয়েছে। নিজেও ছিলেন সাফল্যের শীর্ষে। ব্যাট-বল দুই সেক্টরে সমানতালে লড়েছেন ক্যারিবিয়ান স্পিন অলরাউন্ডার সুনীল নারিন। 

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, বিপিএলে এসে আঙুলে চোট বাঁধান নারিন। যা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএর)  ক্যারিবিয়ান অলরাউন্ডারের খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। 

বৃহস্পতিবার (১৪ই ফেব্রুয়ারি) পিএসএলের পর্দা উঠবে। আসরের শুরুর দিন থেকেই অংশ নিতে পারবেন না নারিন। এখন পর্যন্ত তার ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি চিকিৎসক। মূলত চিকিৎসকের রিপোর্টের উপর নির্ভর করছে নারিনের পিএসএল ভাগ্য।

নারিন অসুস্থ হলেও দলটির কোচ মঈন খান বেশ আশাবাদী তার ফেরার ব্যাপারে। বলেছেন, 'দলে নারিনের বিকল্প কাউকে দেখছি না। তবে তার অনুপস্থিতিতে আমরা ওয়ালারকে নিয়েছি।’

ক্যারিবিয়ানদের দানবের চোটকে দলের জন্য একটি আঘাত মনে করেন কোয়েট্টার কোচ।  তার মতে, 'পিএসএল শুরুর আগে এটি একটি আঘাত। আমরা তা মোকাবেলার চেষ্টা করব। আশা করি সে দ্রুতই ফিরে আসবে।'

প্রসঙ্গত, পিএসএলের গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেললেও এবার কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের জার্সিতে দেখা যাবে নারিনকে। তবে প্রথমদিকে তার ধাক্কা সামলাতে সামারসেটের স্পিনার ম্যাক্স ওয়ালারকে দলে ভিড়িয়েছে কোয়েট্টা 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর