তামিমকে সালমানের দশ লাখ টাকার উপহার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০৭:০৫ পিএম
তামিমকে সালমানের দশ লাখ টাকার উপহার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালি আসরে ভক্ত-সমর্থকদের আনন্দে ভাসিয়েছেন দেশ সেরা ওপেনার তামিম খান ইকবাল।খেলেছেন ৬১ বলে ১৪১ রানের অতিমানবীয় ইনিংস।যা বিপিএল ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সেরা ইনিংস।ক্রিকেটের ছোট্ট আসরে যা তামিমেরও সেরা ইনিংস।এমন অতিমানবীয় ইনিংসের পর থেকে ক্রিকেট পাড়ায় চর্চিত হচ্ছেন ২৯ বছরের এই বাঁ হাতি ওপেনার।এরপর থেকে শুভাকাঙ্কিদের ভালোবাসায় শিক্ত হচ্ছেন তিনি।

দুর্দান্ত ইনিংস খেলায় দেশসেরা এই ওপেনার প্রিয়জনদের কাছ থেকে শুভকামনা আর উপহারও পাচ্ছেন। দেশের প্রসিদ্ধ ব্যবসায়িক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের মালিক ও মোহামেডান ক্লাবের সর্বশেষ গভর্নিং বডির চেয়ারম্যান সালমান ওবায়দুল করিমই যেমন ছোট ভাইতুল্য তামিমকে দিলেন মহামূল্যবান এক ঘড়ি উপহার।

তামিমকে ওরিয়ন গ্রুপের কর্ণধার ওবায়দুল করিম যে ঘড়িটি দিয়েছেন, সেটির ব্র্যান্ড 'পাতেক ফিলিপে জেনেভ'। যেটির দাম বাংলাদেশি মুদ্রায় ন্যূনতম ১০ লাখ টাকা।

ঘড়ির সঙ্গে তামিমকে শুভকামনা জানিয়ে একটি চিঠি দিয়েছেন ওবায়দুল করিম। সেই চিঠিরও একটি ছবি আপলোড করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতা এই ওপেনার।

উপহার পেয়ে ভীষণ খুশি তামিমও। সামাজিক যোগাযোগমাধ্যম 'ইনস্টাগ্রাম-এ দেশসেরা এই ওপেনার উপহার পাওয়া ঘড়ির ছবি আপলোড করেছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন ওরিয়ন গ্রুপের মালিককে।

উল্লেখ্য, এই প্রথম নয়,এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারে হাতে চোট পেয়ে মাঠ থেকে ড্রেসিংরুম চলে গিয়েছিলেন এই ওপেনার। তারপর ভাঙ্গা হাত নিয়ে ... আর এক হাতে সাহসিকতার সাথে ব্যাট করায় তামিম ইকবালকে ১০ লাখ টাকা দিয়েছে আম্বার গ্রুপ।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর