বাংলাদেশের কোচ তামিমকে চিনলেও চিনেন না সাকিবকে!


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৯, ০৬:০৯ পিএম
বাংলাদেশের কোচ তামিমকে চিনলেও চিনেন না সাকিবকে!

বাংলাদেশের প্রধান কোচ তামিমকে চিনলেও চিনেন না সাকিবকে! না চেনারই কথা। কারণ তিনি যে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ নন। বলছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে-র কথা। 

ফুটবলার হলেও ক্রিকেট তার খুব পছন্দ। ক্রিকেট সম্পর্কে ভালো জানাশোনাও আছে তার। না হলে কি আর বিপিএল দেখতে হাজির হন মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিপিএলের ম্যাচ দেখতে মিরপুরে হাজির হয়েছিলেন ইংলিশ কোচ। মূলত কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্সের ম্যাচ দেখতেই গিয়েছিলেন জেমি।

বিপিএল দেখতে গতকাল মিরপুরে হাজির হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে।

ইংলিশ হওয়ায় ক্রিকেটের প্রতি ভালো লাগা থাকাটাই স্বাভাবিক। গতকাল কি শুধুই ক্রিকেটের টানেই শেরেবাংলার গ্যালারিতে গিয়ে বসেছিলেন জেমি? না, জেমিকে গ্যালারিতে টেনে এনেছেন অন্য কেউ। এমনটা জানালেন নিজেই। ‘আমি গেইলের ভক্ত। ওর মারকুটে ব্যাটিং আমি খুব উপভোগ করি। ’

চলতি বিপিএলে গেইল যেন এখনো ঘুমিয়ে আছেন। গতকাল কিছুটা জেগে ওঠে ৪৪ বল খেলে ৪৬ রান করেছেন ক্যারিবীয় এই মারকুটে ব্যাটসম্যান। কিন্তু গেইলের নামের সঙ্গে এ আর এমন কী! তবে গেইল যতক্ষণ ক্রিজে ছিলেন, ততক্ষণ বেশ চুটিয়েই ম্যাচটা উপভোগ করেছেন জেমি। আর গেইল আউট হওয়ার পরেই স্টেডিয়াম ত্যাগ করেছেন জামাল ভূঁইয়াদের কোচ।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের পছন্দের তালিকায় কি কোনো বাংলাদেশের ক্রিকেটার নেই? আছেন, তামিম ইকবাল। বাংলাদেশের এই ওপেনার ২০১১ সালে নটিংহামশায়ারের হয়ে ইংলিশ কাউন্টি খেলেছিলেন, সেখান থেকেই জেমির গুডবুকে তামিমের নাম। জেমির দৃষ্টিতে, ‘তামিম খুবই ভালো ব্যাটসম্যান। আমার মনে আছে ও নটিংহামশায়ারের হয়েও খেলেছিল। ’

কিন্তু মজার বিষয় হলো ইংলিশ কাউন্টিতে দুর্দান্ত খেলা সাকিব আল হাসান সম্পর্কে তেমন জানা শোনা নেই জেমির। সাকিবের কথা জিজ্ঞেস করতেই জেমির পাল্টা প্রশ্ন, ‘সে কি বোলার?’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর