বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল বাছাই করলেন হার্শা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৯, ১২:৩০ পিএম
বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল বাছাই করলেন হার্শা

দরজায় উঁকি দিচ্ছে একদিনের বিশ্বকাপ।ইংল্যান্ড এবং ওয়ালসে অনুষ্ঠিত হবে বিশ্বিকাপের দ্বাদশতম আসর। সে উপলক্ষে অংশগ্রহনকারী দলগুলো নিজেদের সেরা দল বাছাইয়ের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। পিছিয়ে নেই বাংলাদেশও। ইংল্যান্ডের মাটিতে কেমন বাংলাদেশ নিয়ে যেতে হবে জানালেন জনপ্রিয় ক্রীড়া ধারাভাষ্যকার হার্শা ভোগলে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজের পছন্দের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছেন। বিশ্বকাপের জন্য তার ঘোষিত স্কোয়াডটি ১৫ সদস্যের।
 
সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে জায়গা না মিললেও হার্শার ঘোষিত স্কোয়াডে জায়গা মিলেছে ওপেনার ইমরুল কায়েসের। হার্সার স্কোয়াডে জায়গা পেয়েছেন সাব্বিরও। দীর্ঘদিন দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন হার্সাার দলে। ফিনিশিংয়ের পাশাপাশি তার স্পিনেও ভরসা করছেন হার্শা।

এছাড়া বদলি উইকেটরক্ষক এবং মিডল অর্ডারে পরিপক্ব ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ মিঠুনকে স্কোয়াডে রেখেছেন এই ভারতীয় ধারাভাষ্যকার। জায়গা পেয়েছেন চলতি বিপিএলে রাজশাহীর হয়ে খেলা সৌম্য সরকারও। যদিও তিনি চলতি বিপিএলে বলার মতো কিছুই করতে পারেননি।  

বিশ্বকাপের জন্য হার্শার পছন্দের বাংলাদেশ স্কোয়াডঃ- তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাব্বির রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন।

গোনিউজ২২৪/এএস

খেলা বিভাগের আরো খবর