বিপিএলে সর্বোচ্চ ১০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের তালিকা


আরিফুর রাজু প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ১১:২৩ এএম
বিপিএলে সর্বোচ্চ ১০ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানের তালিকা

২০১২ থেকে ২০১৯; বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ৬ (ছক্কা)  হাঁকিয়েছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব হেনরি ক্রিস গেইল। সত্যিকার অর্থে গেইল মানেই নতুন কিছু। প্রতিটি ম্যাচেই দর্শকদের জন্য বেশ কিছু চার-ছক্কা বরাদ্ধ রাখেন তিনি। শান্ত-শিষ্ট এই ক্রিকেটার ব্যাট হাতে নামলেই ভয়ঙ্কর রুপ ধারণ করেন।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ প্রিমিয়ার লিগেও সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকায গেইল সবার শীর্ষে। ক্যারিবিয়ান এই দানব এখন পর্যন্ত ৩২ ম্যাচে অংশ নিয়ে ১১৫টি ছক্কা হাঁকিয়েছেন। এছাড়া মঙ্গলবার (২২ জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইটান্সের ম্যাচে ৪০ বলে ৫৫ রানের ইনিংস খেলেন গেইল। আর এই ইনিংস খেলার পথেই তিনি গড়েন নতুন নজির। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৯০০টি ছক্কা হাঁকানোর বিরাট কৃতিত্ব অর্জন করেন গেইল। আর এটি রীতিমত বিশ্বরেকর্ড।  বিপিএলের মতো দ্বারপ্রান্তও নেই কোন তারকা।
 
চলনু দেখে নেয়া যাক বিপিএলের সেরা ১০ সিক্সার্সকে।

১. ক্রিস গেইল ৩২ ইনিংসে ১১৫টি ছক্কা হাঁকিয়েছেন। 

২. সাব্বির রহমান ৬২ ইনিংসে ৫৬টি ছয় হাঁকিয়েছেন।

৩. মাহমুদুল্লাহ রিয়াদ ৬৮ ইনিংসে ৫০টি ছয় হাঁকিয়েছেন।

৪. মুশফিকুর রহিম ৬৫ ম্যাচে ৪৮ টি ছয় হাঁকিয়েছেন।

৫.এনামুল হক বিজয় ৬১ ইনিংসে ৪৭টি ছয় হাঁকিয়েছেন।

৬. ইমরুল কায়েস ৬২ ইনিংসে ৪৭টি ছয় হাঁকিয়েছেন।

৭. ইভেন লুইস ২৫ ইনিংসে ৪৪টি ছয় হাঁকিয়েছেন।

৮. কিরন পোলার্ড ২৭ ইনিংসে ৪৩টি ছয় হাঁকিয়েছেন।

৯. তামিম ইকবাল ৫১ ইনিংসে ৪৩টি ছয় হাঁকিয়েছেন।

১০. মোহাম্মদ মিঠুন ৫৩ ম্যাচে ৪০টি ছয় হাঁকিয়েছেন।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর