হাসান আলীর ঝড়ে পাকিস্তানের লড়াকু স্কোর


মিঠু: প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৯, ০৮:৫২ পিএম
হাসান আলীর ঝড়ে পাকিস্তানের লড়াকু স্কোর

টেস্টে ছন্নছাড়া পাকিস্তান ওয়ানডেতে যেন খোলস পাল্টানো দল। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়া দলটি ঘুরে দাঁড়ায় ওয়ানডেতে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ২৬৭ রানের লক্ষ্য দারুণ ব্যাটিংয়ে টপকে যায় সফরকারী দল।

সিরিজে এগিয়ে থাকা দলটি জয়ের ধারা অব্যাহত রাখতেই দ্বিতীয় ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে। তবে এই ম্যাচে আবার উল্টো চিত্র। প্রথম ম্যাচে দারুণ ব্যাটিং করা দলটি একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা দলটির দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফখর জামান ও ইমামুল হক বেশ সতর্কভাবেই শুরু করেন।

কিন্তু ওপেনিং জুটিটা বড় করতে পারেননি। ১৫ রানের মাথায়ই বিদায় নেন আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান ইমামুল হক। এরপর দলের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আযমও খুব একটা সুবিধে করতে পারেননি। দলকে বিপদে ফেলে ৩৭ রানের মাথায় বিদায় নেন ডানহাতি এই ব্যাটসম্যান। এরপর খুব দ্রুত মোহাম্মদ হাফিজ ও ফখর জামানের বিদায়ে ৬০ রানেই চার উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।

ভালো খেলার ইঙ্গিত দিলেও ব্যক্তিগত ১৮ রানে শাদাব ও ২ রান করে হোসাইন তালাত বিদায় নিলে একশ রানের মাথায়ই ৬ উইকেট হারায় দলটি। অনেকক্ষণ ক্রিজে থিতু হয়েও দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেননি দলের সিনিয়র ব্যাটসম্যান শোয়েব মালিক। 

১১২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলা দলটি যেখানে দেড়শর আগেই অলআউটের শঙ্কায় ছিল। সেখানে অধিনায়ক শরফরাজ আহমেদ ও পেসার হাসান আলী দেখালেন জুটির ঝলক। একের পর এক বাউন্ডারির ফুলঝুঁড়িতে দলকে সম্মানজনক স্কোর এনে দেন দুজনে। এ দুই ডানহাতি ৭৯ বলে গড়েন ৯০ রানের জুটি। এ জুটি গড়ার পথে ৪৫ বলে পাঁচ চার ও তিন ছক্কায় ৫৯ রান করেন হাসান আলী। অন্যদিকে অধিনায়ক সরফরাজ আহমেদ করেন ৫৯ বলে দুই চারে ৪১ রান। 

নিজেদের ইনিংসের ২৫ বল বাকি থাকতেই দুজনের পটাপট বিদায়ে পাকিস্তানের সংগ্রহ ২০৩ রানে গিয়ে থামে।

গোনিউজ২৪/এআরএম

খেলা বিভাগের আরো খবর