বিপিএল ২০১৯ : ইতিহাসের পাতায় চিটাগং ভাইকিংস


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৯, ০৯:১৬ পিএম
বিপিএল ২০১৯ :  ইতিহাসের পাতায় চিটাগং ভাইকিংস

ঘুম পাড়ানী বিপিএল জেগে ওঠেছে সময়ের দাবিতে। ষষ্ঠ আসরের শুরুটা রান খরা রোগে আক্রান্ত হলেও মাঝামাঝিতে এর রুপ বদলেছে। এই যেমন, আসরের ২২তম ম্যাচে খুলনার বিপক্ষে রীতিমত রেকর্ডের দ্বারপ্রান্তে নিজেদের আবিস্কার করলো চিটাগং ভাইকিংস। মাহমুদউল্লাহ রিয়াদদের বিপক্ষে আজ ২১৪ রানের ইনিংস খেলেছে মুশফিকের দল।

শনিবার দিনের দ্বিতীয় খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আমন্ত্রণে চিটাগংয়ের হয়ে ব্যাট হাতে নামেন ডেলপোর্ট ও মোহাম্মদ শাহজাদ। নেমেই হাত খুলে  তাণ্ডব চালান দু’জনে। তবে তাদের একজনও বেশিক্ষণ টিকতে পারেননি। একজন ৩৩ রান এবং অন্যজন ১৩ রানের দ্রুতগতির ইনিংস খেলেন। 

এরপর আলী-মুশফিক জুটিটি দ্বিগুণ বিধ্বংসী রুপ ধারণ করে। একজন ৩৬ বলে ৫৪ এবং অন্যজন ৩৩ বলে ৫২ রানের ইনিংস খেলে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। যদিও শেষের দিকে সানাকার শেষের ঝড়ে (১৭ বলে ৪২) বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করে চিটাগং।  

বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ

১. ঢাকা গ্ল্যাডিয়েটর - ২১৭/৪ বনাম রংপুর রাইডার্স, ২০১৩
২. চিটাগং ভাইকিংস - ২১৪/৪ বনাম খুলনা টাইটানস, ২০১৯
৩. দুরন্ত রাজশাহী - ২১৩/৬ বনাম বরিশাল বার্নার্স, ২০১৩
৪. খুলনা টাইটানস - ২১৩/৫ বনাম রাজশাহী কিংস, ২০১৭
৫. চিটাগং ভাইকিংস - ২১১/৫ বনাম সিলেট সিক্সার্স, ২০১৭

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর