ফের মাদ্রিদে পা রাখছেন রোনালদো


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৯, ০৯:০৮ এএম
ফের মাদ্রিদে পা রাখছেন রোনালদো

স্পেনের এই শহরের সঙ্গে নিবিড় সম্পর্ক সি আর সেভেনের।কিন্তু দীর্ঘদিনের মায়া কাটিয়ে মাদ্রিদ থেকে রোমে ফিরেছেন পর্তুগিজ ফুটবল সুপারস্টার। গত বছর জুলাইয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিরেছেন জুভেন্টাসে। কিন্তু সম্ভবত আবার মাদ্রিদে পা-রাখতে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

সম্ভবত মঙ্গলবারই মাদ্রিদে যাবেন সি আর সেভেন। কর ফাঁকি মামলায় স্প্যানিশ প্রসিকিউটরের সামনে হাজিরা দিতে হবে রোনালদোকে।৷ কর ফাঁকি মামলা ২৩ মাসের জেল এবং জরিমানা দুই হতে পারে প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকার। আদালতে রোনালদোর সঙ্গে হাজিরা দিতে হবে তার প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ জাভি অলন্সোকেও।

২০০৯ থেকে ২০১৮। দীর্ঘ ৯ বছর রিয়ালে খেলেছেন পর্তুগিজ স্ট্রাইকার। গত বছর স্পেন থেকে ইতালিতে পাড়ি দিলেও রোনালদোর বিরুদ্ধে বিপুল পরিমাণ কর ফাঁকির অভিযোগ রয়েছে। কিন্তু গত গ্রীষ্মে স্প্যানিশ ট্যাক্স অথরিটির সঙ্গে ১ কোটি ৮৮ লক্ষ ইউরোর বিনিময়ে জেল হাজত থেকে রেহায় পাওয়ার ব্যবস্থা করেন রোনালদো। মঙ্গলবার মাদ্রিদের আদালতে তার জরিমানার বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা।

সোমবার সিরিয়া-এ লিগে চিয়েভোর বিরুদ্ধে ম্যাচ খেলে মাদ্রিদ উড়ে যাওয়ার কথা জুভেন্টাস তারকার। স্পেনে কর ফাঁকির কড়া আইনে যে কোনও সময় জেলে যেতে হতে পারে রোনালদোকে। প্রসিকিউটরের অফিস সুত্র জানানো হয়েছে যে, ইতিমধ্যেই ৫৭ লক্ষ ইউরো দিয়ে দিয়েছেন রোনালদো। পাশাপাশি বর্তমান জুভেন্টাস তারকা সুদ বাবদ ১০ লক্ষ ইউরো জমা দিয়েছেন।

কর ফাঁকির বিষয়টি ছাড়াও ৩৩ বছরের পর্তুগিজ তারকার বিরুদ্ধে ডিএনএ পরীক্ষার চাপ রয়েছে। প্রায় এক দশক আগে লা ভোগাসে এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে রোনালদোর বিরুদ্ধে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর