একটি কারণে বিশ্বকাপে ফেভারিট ভারত: জেসন গিলেসপি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৯, ০৭:৩২ পিএম
একটি কারণে বিশ্বকাপে ফেভারিট ভারত: জেসন গিলেসপি

দ্বাদশ ওয়ানডে বিশ্বকাপের এখনো প্রায় চার মাস বাকি। কিন্তু এখন থেকেই শুরু হয়েছে দল নির্বাচন। ভবিষ্যদ্বাণী করা হচ্ছে কোন দল ফেভারিট। অনেকের ধারণা ইংল্যান্ডের পিচ ও পরিবেশে ইংল্যান্ড নিঃসন্দেহে ইংল্যান্ড ফেভারিট। তবে বোলিং আক্রমণের জন্য আসন্ন বিশ্বকাপে পিছিয়ে রাখা যাবে না টিম ইন্ডিয়াকে। এমনটাই মত প্রাক্তন অজি স্পিডস্টার জেসন গিলেসপির।

ওয়ানডে ক্রিকেটে কোহলি-রোহিত-ধোনি-ধাওয়ানদের আগ্রাসী ব্যাটিংয়ের জন্য সচরাচর ভারতীয় দলের হয়ে বাজি ধরেন ক্রিকেট পন্ডিতরা। তবে গিলেসপির মত একটু ভিন্ন। প্রাক্তন অজি তারকা ইংল্যান্ডে দীর্ঘদিন কাউন্টি ক্রিকেট খেলার পাশাপাশি সাফল্যের সঙ্গে কোচিংও করিয়েছেন। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের মাটিতে সফল হতে গেলে কোন ধরণের মশলা থাকা দরকার, সেটা তিনি ভালো মতোই বোঝেন। সেই উপলব্ধি থেকেই গিলেসপির মত, বোলাররাই হতে পারে বিশ্বকাপে ভারতের প্রধান হাতিয়ার। বিশেষ করে দলের প্রধান পেসার জাসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড বাছলেন জেসন।

গিলেসপি বলেন, ‘আমার মনে হয় ভারতের বোলিং আক্রমণে ভারসাম্য রয়েছে। বুমরাহকে যথাযথ কারণে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরেও ওদের বোলিং সমীহ আদায় করে নেবে যে কোনও প্রতিপক্ষের। সবাই আলাদা আলাদাভাবে অবদান রাখছে দলের পারফরম্যান্স। এদের সঙ্গে বুমরাহকে যোগ করলে বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানো ভারতের পক্ষে অসম্ভব নয়। তাই ইংল্যান্ড বিশ্বকাপে অন্যতম ফেভারিট হলেও, ভারতকে পিছিয়ে রাখা যাবে না কোনওভাবেই।’

আলাদা করে জাসপ্রীত বুমরাহকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত দেখাল গিলেসপিকে। তার কথায়, ‘বুমরাহর বোলিং আমি সবসময় উপভোগ করি। ওর বোলিংয়ে দারুণ গতি আছে। ব্যাটসম্যানদের সর্বদা ব্যস্ত রাখে। ওর গতিপরিবর্তনও অসাধারণ। সব মিলিয়ে বুমরাহ দারুণ বোলার। ওর অ্যাকশনটাই ওকে সাহায্য করে।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর