এতটাই কৃপণ তিনি?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৯, ১০:২৫ এএম
এতটাই কৃপণ তিনি?

বিপিএলকে বোলার প্রিমিয়ার লিগও বলা যেতে পারে। কারণ আসরটিতে শুরু থেকে ব্যাটসম্যানদের চেয়ে বোলাদেরই আধিপত্য বেশি লক্ষ্য করা যাচ্ছে। টি-২০ ফরম্যাটে যেখানে ব্যাটসম্যানদের ব্যাটে রানের ফুলঝুড়ি থাকার কথা সেখানে পুরোপুরি উল্টোটা ঘটছে ষষ্ঠ আসরে। এসবের কারণ হতে পারে স্লো উইকেট।

মূলত কিছুদিন আগে সফরকারীদের জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম এডভান্টেজ পেতে স্পিন বান্ধব উইকেট তৈরি করে বাংলাদেশ। আর সেই ভাবটা এখনো রয়ে গেছে মিরপুর-সিলেটের উইকেটে। তবে ক্রিকেট বিশ্লেষকদের আশ্বাস, শিগগিরই বিপিএলে রান বন্যা কাটবে, হাসবে ব্যাটসম্যানদের ব্যাট। কিন্তু তার আগেই বুধবার দিনের প্রথম খেলায় শক্তিশালী ঢাকার বিপক্ষে আরাফাত সানী যে বোলিং উপহার দিলেন তাতে রীতিমত চক্ষু চড়ক গাছ হওয়ার কথা সবার।

এদিন প্রতিপক্ষ ঢাকার বিপক্ষে কোটার নির্ধারিত চার ওভারে তিন উইকেট তুলে নেন আরাফাত সানী। আর ২ ইকোনমি রেটে খরচ করেন ৮ রান। বলা যেতে পারে এদিন ঢাকাকে হারানোর সবচেয়ে বড় কারণ একাই তিনি ঢাকাকে থামিয়ে দিলেন। 

লক্ষণীয় ব্যাপার হচ্ছে, বিপিএলের ইতিহাসে (এবার নিয়ে সব আসর মিলে) সবচেয়ে কৃপণ বোলারটির নামও আরাফাত সানি। ২০১৬ সালের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইটান্সের বিপক্ষে ২.৪ ওভার (১৬ বল) বোলিং করেছিলেন আরাফাত সানি। সেবার কোনো রানই দেননি তিনি। উইকেট নিয়েছেন ৩টি। যদিও ওই ম্যাচে ৩ ওভার বোলিং করে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন আফ্রিদি। আরাফাত সানি আর আফ্রিদি মিলে খুলনা টাইটান্সকে মাত্র ৪৪ রানে অলআউট করে দিয়েছিল রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত রংপুর জিতেছিল ৯ উইকেটের ব্যবধানে।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর