বিপিএল ২০১৯ : লুইস খেলতে পারবেন কি না, জানালো কুমিল্লা


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৯, ০৯:৩৯ পিএম
বিপিএল ২০১৯ :  লুইস খেলতে পারবেন কি না, জানালো কুমিল্লা

বিপিএল ষষ্ঠ আসরের ১৪তম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৫ রানে পরাজিত হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচটিতে দুইপক্ষের দুই প্লেয়ার থিসারা পেরেরা ও মুশফিকুর রহিমের ব্যাটিং ঝড় লক্ষ্য করে ক্রিকেটবিশ্ব। আর এ দিনে ব্যাট হাতে আগুনে হওয়ার মুহুর্তে ২২ গজ ছাড়তে হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যান ইভিন লুইসকে। 

ইনিংসের ১১.২ বলের সময়ে ব্যক্তিগত ৩৮ রানে রিটায়ার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন ইভিন লুইস। পরবর্তীতে কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন জানান, ‘হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ইভিন লুইস। সোমবার সকালে এমআরআই স্ক্যান করানো হবে এবং সন্ধ্যায় রিপোর্ট পেশ করা হবে।’

তবে অবশেষে ওয়েস্ট ইন্ডিজ তারকার এমআরআই স্ক্যান করানো হয়েছে। তাতে তার গ্রেট ওয়ান হ্যামস্ট্রিং ইনজুরি লক্ষ্য করা গেছে। কুমিল্লা মিডিয়া ম্যানেজারের আশাবাদ, লুইস শিগগিরই ফিরবেন ২২ গজে। তবে তা কখন সেটা উল্লেখ্য করেননি তিনি।

প্রসঙ্গত, দলের সঙ্গে সিলেটে অবস্থান করছেন লুইস।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর