প্রথমবারের মতো নীলফামারীতে বিপিএল


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৯, ০৮:২৮ পিএম
প্রথমবারের মতো নীলফামারীতে বিপিএল

আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবল লিগের শীর্ষ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ৬টি ভেন্যুতে লীগটি আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বিপিএল ফুটবলকে আকর্ষণীয় করে তুলতে এবার ভিন্ন চিন্তা বাফুফের। হোম অ্যান্ড অ্যাওয়ে না হলেও, দেশের ৬টি ভেন্যুতে লিগটি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অংশগ্রহণকারী ক্লাবগুলো পেয়েছে নিজেদের হোম গ্রাউন্ড বাছাইয়ের সুযোগ। সে হিসেবেই নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নিয়েছে হেভিওয়েট ক্লাব বসুন্ধরা কিংস।

বিশ হাজার আসনের শেখ কামাল স্টেডিয়ামে এরইমধ্যে লেগেছে বিপিএলের আমেজ। প্রথমবারের মতো ক্লাব ফুটবলের শীর্ষ আসর আয়োজনের সুযোগ পাচ্ছে স্টেডিয়ামটি। তাই চলছে জোর প্রস্তুতি। সংস্কারের ছোঁয়া লেগেছে সবক্ষেত্রে। স্টেডিয়ামকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। মাঠে ঘাসের পরিচর্যা হচ্ছে নিয়মিত। গ্যালারির আসনে করা হচ্ছে নতুন রং। সবমিলিয়ে একেবারে সাজ সাজ রব সবখানে।

আগামী ২৩ জানুয়ারি শেখ কামাল স্টেডিয়ামে প্রথম খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে গতবারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড বনাম বাংলাদেশের ফুটবলে নবাগত শক্তিধর ও স্বাধীনতা কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 

দুই দলে ২১তম রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ করা খেলোয়াড় এবং আরো দেশি-বিদেশি তারকা খেলোয়াড়রা খেলবে বলে জানা গেছে।

নীলফামারী জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, দেশের ৬টি ভ্যানুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সে কারণে হোম গ্রাউন্ড বাছাইয়ের সুযোগ পায় ক্লাবগুলো। এ কারণে নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামকে বেছে নেয় বসুন্ধরা কিংস।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর