ধোনির হাফ সেঞ্চুরি হারিয়েছে ভারতকে


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০১৯, ১১:৩৭ এএম
ধোনির হাফ সেঞ্চুরি হারিয়েছে ভারতকে

সিডনির পিচেই কামব্যাক অস্ট্রেলিয়ার! টেস্ট সিরিজের শেষ ম্যাচে এখানেই রানের পাহাড় গড়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সিডনিতে ভারতকে হারিয়ে যেন সেই হারের মধুর প্রতিশোধ নিলেন অজিরা। 

সিডনিতে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফি়ঞ্চ। প্রথমে ব্যাটিং করে ভারতকে ২৮৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। জবাবে ২৫৪ রানে থামে ভারতের ইনিংস। ফলে ৩৪ রানে হেরে যায় টিম ইন্ডিয়া। 

জয়ের জন্য ২৮৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয় ঘটে। মাত্র ৪ রানের মধ্যে ফিরে যান শিখর ধাওয়ান, বিরাট কোহালি এবং অম্বাতি রায়ুডু। প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন রোহিত শর্মা এবং এমএস ধোনি। রোহিত-ধোনির পার্টনারশিপে ওঠে ১৩৭ রান। 

রোহিত শর্মার সঙ্গে বড় রানের পার্টনারশিপ করলেও মন্থর ব্যাটিং করলেন এমএস ধোনি। ৫১ রান করলেও তা তুলতে খরচ করেছেন ৯৬ বল। মাত্র ১টা ছয় এবং ৩টি চার বেরিয়েছে তার ব্যাট থেকে। সেই পুরনো ধোনিকে খুঁজেই পাওয়া যায়নি। তাই সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ধোনি। অনেকের দাবি তার মন্থর ব্যাটিংই হারিয়েছে ভারতকে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর