মাঠেই মেজাজ হারালেন মাহমুদউল্লাহ


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ১১:১৩ পিএম
মাঠেই মেজাজ হারালেন মাহমুদউল্লাহ

সাইকেলন্ট কিলার। চুপ-চাপ থাকার কারণে মাহমুদউল্লাহ রিয়াদকে ভক্তরা এই নামেই বেশি ডাকে। কিন্তু শনিবার সিলেট সির্ক্সাসের বিপক্ষে ম্যাচে কিছুটা ভিন্ন রুপে দেখা গেল ক্যাপ্টেন কুলকে। ম্যাচ যখন সুতোর ওপর ঝুলছে তখন সতীর্থ  পেসার শরিফুলের সঙ্গে উতপ্ত বাক্য বিনিময় করেন খুলনার দলপতি।

তবে ম্যাচ শেষে খুলনা টাইটান্সের অধিনায়ক স্বীকার করে নিয়েছেন , ওভাবে প্রতিক্রিয়া করা তার উচিত হয়নি।

চিটাগং ভাইকিন্সের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। সেই ওভারের আগে ২৪ বলে ৪৩ রান দরকার ছিল চিটাগংয়ের। দ্বিতীয় বলে ছক্কা হজম করেন শরিফুল। তাকে ফ্লিক করে লং লেগ দিয়ে ছক্কা হাঁকান মুশফিকুর রহিম। এরপরই শরিফুলের ওপরে ক্ষেপে গিয়ে কিছু একটা বলতে থাকেন মাহমুদউল্লাহ। পরে অধিনায়ককে শান্ত করেন ডেভিড মালান।

এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রিয়াদ বললেন, ‘চাপ গত ১১-১২ বছর ধরে অনেক নিয়েছি। হয়তো বা আজকে কিছুটা উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কাজটা উচিত হয়নি। এটা হয়তো খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলে। চেষ্টা করব পরবর্তী সময়ে শান্ত থাকার।’

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর