মুশফিককে চ্যালেঞ্জিং স্কোর দিল মাহমুদউল্লাহ


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ০৩:১৮ পিএম
মুশফিককে চ্যালেঞ্জিং স্কোর দিল মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে জয়ের মুখ দেখেনি খুলনা টাইটানস। চিটাগং ভাইকিংসের বিপক্ষে শনিবার (১২ জানুয়ারি) মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ।  প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ওভারে ৬ উইকেটের বিনিময় ১৫১ রান সংগ্রহ করে খুলনা টাইটানস।

এদিন প্রথমে টস জিতে খুলনা টাইটানসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান চিটাগং ভাইকিংস অধিনায়ক মুশফিকুর রহিম। উড়ন্ত সূচনা করেন দুই ওপেনার পল স্টার্লিং ও জুনায়েদ সিদ্দিকী। তবে হঠাৎই খেই হারান স্টার্লিং। নাঈম হাসানের বলে আবু জায়েদকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ওপেনিং সঙ্গী হারানোর পরপরই রবি ফ্রাইলিংকের শিকার হয়ে ব্যক্তিগত ২০ রানে ফেরেন জুনায়েদ সিদ্দিকী। 

পরে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মালান দলের দায়িত্ব নেন। এরপর ৫৭ রানের ঝুটি গড়ে বিচ্ছিন্ন মালান (৪৫)।  ক্যাপ্টেনকে সঙ্গ দিতে এসে ৬ রান করে কাটা পড়েন ব্রাথওয়েট। ৩৩ রান করে ফিরে যান রিয়াদও। শেষের দিকে আরিফুলের ৯ এবং মাউদুলের অপরাজিত ৪ রানের সুবাধে ১৫১ রানে থামে খুলনার ইনিংস।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর