৪ রান তুলতেই ভারতের শেষ ৩ উইকেট


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ০১:২৬ পিএম
৪ রান তুলতেই ভারতের শেষ ৩ উইকেট

টেস্ট সিরিজের ইতিহাসকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় ভারত।  শুরুর সিডনিতে টস হারলেন ক্যাপ্টেন কোহালি। ওয়ানডে-তে অজিদের ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চ সঙ্গে সঙ্গে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।  ফলে উসমান খাওয়াজ, শন মার্শ এবং হ্যান্ডসমম্বের ফিফটির সুবাধে ২৮৯ রানের লক্ষ্য দেয় কোহলিকে। জবাবে চরম ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। ৪ রান তুলতেই ভারতের শেষে ৩ উইকেট।  এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২০ রান।  ব্যাটিং করছেন রোহিত শর্মা ১০ এবং ধোনি ৩ রান নিয়ে।

২৮৯ রান তাড়া করতে নেমে ভারতীয় ইনিংসের শুরুতেই বিপর্যয় ঘটে। মাত্র ৪ রানে পর পর শিখর ধাওয়ান, বিরাট কোহালি এবং রায়ুডুর হারায় ভারত।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর