অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ পাণ্ডিয়া-রাহুল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ১০:৪৫ এএম
অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ পাণ্ডিয়া-রাহুল

তদন্ত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য হার্দিক পাণ্ডিয়া এবং কেএল রাহুলকে দল থেকে সাসপেন্ড করল বিসিসিআই।  শুক্রবার (১১ জানুয়ারি) বিকেলে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিসিআই প্রশাসন কমিটির চেয়ারম্যান বিনোদ রাই।

রাই বলেন, “তদন্ত না হওয়া পর্যন্ত দু’জনকেই আপাতত সাসপেন্ড করা হয়েছে।” তবে এই সিদ্ধান্তের আগেই শনিবার প্রথম এক দিনের দল থেকে দু’জনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দল।

 
উল্লেখ্য, করণ জোহরের টক শো-এ অশালীন মন্তব্য করেছিলেন হার্দিক পাণ্ডিয় এবং কেএল রাহুল। তার পরেই তুমুল হইচই শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। দু’জনকেই দল থেকে সাসপেন্ড করার দাবি উঠতে থাকে। তাদের দু’ম্যাচের জন্য সাসপেন্ডের দাবি করেন প্রশাসক কমিটির সদস্যা ডায়ানা এদুলজি।

এ দিকে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই দুই ক্রিকেটারের তুমুল তুলোধোনা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। 

সমর্থকদের সমালোচনার মুখে পরে ক্ষমাও চেয়েছিলেন অলরাউন্ডার পাণ্ডিয়া। কিন্তু তাতেও শাস্তি থেকে রেহাই পেলন না।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর