পোলার্ডের তাণ্ডব, বড় সংগ্রহের পথে সাকিবের ঢাকা


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ০৩:২০ পিএম
পোলার্ডের তাণ্ডব, বড় সংগ্রহের পথে সাকিবের ঢাকা

চলমান বিপিএলে প্রথমবার মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। হাইভোল্টেজ ম্যাচে টস ভাগ্যকে পাশে পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সাকিব আল হাসানকে হারিয়ে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মাশরাফির ডাকে সাড়া দিয়ে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়ে সাকিবের ঢাকা। শুরুর ধাক্কা কাটিয়ে দলকে বড় সংগ্রহের পথে সাকিবরে ঢাকা। সৌজন্যে ক্যারিবীয়ান ব্যাটিং দানব পোলার্ড। এই প্রতিবেদন লেখার সময় ঢাকার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৫ ওভারে ১৪২ রান। পোলার্ড ২৫ বলে এবং সাকিব ৩৩ বলে ৩১ রান নিয়ে ব্যাটিং করছেন।

প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ঢাকা। আর প্রথম ম্যাচে হারার পর রংপুরও টানা দুটি জয় পেয়েছে। দুদলই ফর্মে আছে। উভয়ই জয়ের ধারা অব্যাহত রাখতে চায়।

ঢাকা ডায়নামাইটস একাদশ: হযরতউল্লাহ জাজাই, সুনিল নারাইন, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মিজানুর রহমান, শুভাগত হোম, রনি তালুকদার, রুবেল হোসেন ও মোহর শেখ অন্তর।

রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, মেহেদি মারুফ, রাইলি রুশো, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, বেনি হাওয়েল, ফরহাদ রেজা, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সোহাগ গাজী ও নাজমুল ইসলাম অপু।
 

খেলা বিভাগের আরো খবর