খেলার মাঠে বছরের ৫ সেরা ভারতীয় খেলোয়াড়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০১৮, ০৫:৫৩ পিএম
খেলার মাঠে বছরের ৫ সেরা ভারতীয় খেলোয়াড়

বছর শেষ। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা যেমন উঠে এসেছে, তেমনই নামী প্রতিষ্ঠিত ক্রীড়াবিদরাও নিজেদের সুনাম বজায় রেখেছেন।  ঠিক তেমন বর্ষসেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবিদদের তালিকা নিজে প্রকাশ করা হলো।  

বিরাট কোহলিঃ ধোনি চলে যাওয়ার পরে নেতৃত্বের ব্যাটন কোহলির হাতে। অধিনায়ক কোহলির টিম ইন্ডিয়া প্রথমবার ঘরের মাঠে টানা পাঁচটা ওয়ানডে সিরিজ জিতেছে। দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও বিরাটের ‘ঝলক’ ধারাবাহিকতা দেখিয়ে চলেছে। এক ক্যালেন্ডার বর্ষে ওয়ানডে’তে দ্রুততম এক হাজার রান পূর্ণ করেছেন অপ্রতিরোধ্য বিরাট। 

স্বপ্না বর্মণঃ বাঙালি কন্যের অবিশ্বাস্য উড়ানের সাক্ষী ২০১৮। প্রতিশ্রুতি ছিলই। ২০১৭-এ এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। তার পরের বছরেই আরও বড় খেতাব। জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনা! ২০১৮ স্বপ্নার কাছে সত্যিই স্বপ্নপূরণের।

সুনীল ছেত্রীঃ চলতি বছরেই বিয়ে করেছেন সুনীল ছেত্রী। মাঠের পারফরম্যান্স বরাবরের মতো নজরকাড়া। এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। জাতীয় দলের হয়ে শততম ম্যাচ খেলেছেন। নিজের সেঞ্চুরি ম্যাচে জোড়া গোল করে সক্রিয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোল করার তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন সুনীল (৫৯)। স্পেনের ডেভিড ভিয়াকে টপকানোর পরে সুনীলের সামনে আপাতত দু’জন— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (৮১) এবং লিওনেল মেসি (৬৪)।  

হিমা দাসঃ অসমের মেয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে ইতিহাস তৈরি করেছেন। আইএএএফ বিশ্ব অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন হিমা দাস। 

মেরি কমঃ ভারতের ‘আয়রন লেডি’ ২০১৮ সাল প্রত্যাবর্তনের বছর। অলিম্পিকে যোগ্যতা অর্জন করতে পারেননি। সেই ‘শাপ’ মেটালেন মেরি, জোড়া আন্তর্জাতিক পর্যায়ে পদক জিতিয়ে। গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসের সোনা জিতেছেন। তারপর মহিলাদের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতে দেশকে সবথেকে বড় উপহার দিয়েছেন।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর