১৩ চার ৬ ছক্কায় দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ০৬:২১ পিএম
১৩ চার ৬ ছক্কায় দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড

বিগ ব্যাশের প্রথম আসরে নারী ক্রিকেটার হিসাবে দ্রুততম সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন গ্রেস হ্যারিস। তবে এবার তিনি নিজেকেও ছাড়িয়ে গেছেন। বুধবার (১৯ ডিসেম্বর) গ্যাবায় মেলবোর্ন স্টারসের বিপক্ষে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেন ব্রিসবেন হিটের এই ওপেনার। তার অপরাজিত ১০১ রানের ইনিংসটি ছিল ১৩টি চার ও ৬টি ছক্কার মার। 

গ্যাবায় প্রথমে ব্যাটিং করা ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বলে অর্ধশতক তুলে নেন হ্যারিস। পরের ফিফটি তুলতে মাত্র ১৯ বল খরচ করেন তিনি।মেয়েদের বিগ ব্যাশে আগের দ্রততম সেঞ্চুরির রেকর্ড ছিল অ্যাশলেইজ গার্ডনারের। গত বছর সিডনি সিক্সার্সের হয়ে মেলবোর্ন স্টারসের বিপক্ষে তিনি ৪৭ বলে সেঞ্চুরি করেছিলেন।

হ্যারিসের ৪২ বলে সেঞ্চুরি বিগ ব্যাশে দ্রুততম ও মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় দ্রততম। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর