আইপিএল নিলাম : রাতারাতি কোটিপতি বনে যাওয়া ১০ ক্রিকেটার


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৮, ১১:৫১ এএম
আইপিএল নিলাম : রাতারাতি কোটিপতি বনে যাওয়া ১০ ক্রিকেটার

ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। নিয়ম অনুযায়ী প্রতিবছর আসরটির আগে ঘটা করে নিলাম অনুষ্ঠিত হয়। যাতে যাচাই-বাছাই প্রক্রিয়ায় ক্রিকেটারদের দলে ভিড়ায় দল মালিকেরা। আর এতে অনেক তরুণই রাতারাতি কোটিপতি বনে যাওয়ার সুযোগ পান।

আইপিএল নিলামের জের ধরে ঠিক তেমনই এবার আলোচনায় তামিল নাড়ু লিগের ২৭ বছর বয়সী স্পিন অলরাউন্ডার বরুণ চক্রবর্তী। কারণ তাকে ১০ কোটি টাকায় কিনে নিয়েছে পাঞ্চাব। অথচ তার বেইস প্রাইজ ছিল মাত্র ২০ লাখ। এমনকি নিলামের আগমুহুর্ত পর্যন্ত তাকে কেউ চিনতোই না। এছাড়াও আইপিএল নিলামে চমক দেখিয়েছেন ভারতের অনভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার শিভাম দুব। তাকে ৫ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এছাড়াও ২৫ বছর বয়সী অনভিষিক্ত ব্যাটিং অলরাউন্ডার অক্ষদ্বীপ নাথকে ৩ কোটি ৬০ লাখ  রুপিতে কিনে চমক দেখিয়েছে দলটি।

মাত্র ১৭ বছর বয়সী প্রভুসিমরান সিংয়েরও ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। তাকে ৪ কোটি ৮০ লাখ টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। এশিয়া কাপের ফাইনালে প্রভুসিমরানের ৩৭ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংসটা দেখার পরই সম্ভবত তাকে যে কোনো মূল্যে দলে নেয়ার হিসেবটা কষে ফেলে পাঞ্জাব।  এছাড়া মোহিত শর্মাকে ৫ কোটি রুপিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস। অক্ষর প্যাটেলকে একই দামে কিনেছে দিল্লি ক্যাপিটালস।

এবার বিদেশিদের মধ্যে চোখ বুলালে দেখা যাবে বাইরের প্লেয়ারদের মধ্যে উঁচু দরে বিক্রি হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার স্যাম কুরান। তাকে ৭ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। ব্যাটসম্যান ক্যাটাগরিতে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে ৬ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ওয়েস্ট ইন্ডিজের সিমরন হেটমায়ারকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। একই দামে ক্যারিবীয় উইকেটরক্ষক নিকোলাস পুরানকে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর