আইপিএল নিলাম : নেট বোলার হয়েও এক লাফে সাড়ে ৮ কোটি দাম


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৭:১১ পিএম
আইপিএল নিলাম : নেট বোলার হয়েও এক লাফে সাড়ে ৮ কোটি দাম

আইপিএল নিলাম এমন এক অনুষ্ঠান যেখানে মুহুর্তেই অচেনা-অজানা প্লেয়ার মুহুর্তেই কোটিপতি বনে যান। অন্যদিকে বিশ্বসেরা হয়েও আনসোল্ড থেকে যান অনেক নামি তারকা। এককথায় বৈচিত্রময় আইপিএলের নিলাম বাজার।

আইপিএলের নিলামে প্রধানত দুইটি বিষয় লক্ষ্য রাখেন দল মালিকেরা। এক সম্প্রতি পারফর্ম, দুই দলের চাহিদা। অর্থাৎ একজন খেলোয়াড় সম্প্রতি কি পরিমাণ পারফর্ম করলো সে বিবেচনায় তার দাম নির্ধারণ হয়ে থাকে। অন্যদিকে দলের কম্বিনেশন ঠিক রাখতে এবং দর কষাকষিতে দাম নির্ধারণ হয়ে থাকে।

দেখে নিন মূল্য তালিকা।

এবার আইপিএলেও সেটির ব্যতিক্রময় হয়নি। যেমনটা নেট বোলার হয়েও রেকর্ড ৮.৪ কোটি রুপী পেলেন ভারুণ চক্রবর্তী। তামিলনাড়ু লিগের এই প্লেয়ারকে এতদিন কেউই ভালোভাবে চিনতো না। চিনবেন কি করে, লাইমলাইটে আসার মতো তার আহামরী কীর্তিও ছিল না। তবে হ্যাঁ, সাত রকমের ভ্যারিয়েশন দিয়ে বল করার সক্ষমতা রাখেন ভারুণ। আর সে কারণে তাকে দলে ভিড়িয়েছে কিংস ইলেভেন পাঞ্চাব। 

প্রসঙ্গত, আইপিএল নিলামে ভারুনের বেইস প্রাইজ ছিল ২০ লাখ। তবে দল মালিকদের দর কষাকষিতে ঠিকই তার দাম উঠে চূড়ায়।

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর