আইপিএল নিলাম : নারিন-রাসেলসহ কেকেআরে আছেন যারা


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০১৮, ০৫:২০ পিএম
আইপিএল নিলাম : নারিন-রাসেলসহ কেকেআরে আছেন যারা

নির্বাচনী হাওয়ায় গরম দেশ। তবে তার মাঝে বাড়তি গরম এনে দিল বেশ কয়েকটি ক্রিকেট টুর্নামেন্ট। বিশেষ করে আজ থেকে ক্রিকেট ভক্তদের আড্ডার আলোচনায় থাকবে আইপিএল। কারণ ১২তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ। এই নিলামের দিকে নজর রয়েছে ক্রিকেট ফ্যানেদেরও। কারণ, ২০১৯-এর আইপিএলে টি-টোয়েন্টির কোন কোন সেরার সেরারা খেলবেন, তা জানা যাবে এই নিলামের পর। ফলে উত্তেজনার পারদ তুঙ্গে।

নিলামের আগেই আইপিএল দলগুলি একগুচ্ছ ক্রিকেটারদের দলে রেখে দিয়েছেন। পাশাপাশি, বেশ কয়েক জন তারকা ক্রিকেটারদের ছে়ড়েও দিয়েছেন। তাদের ভবিষ্যৎ কী? অন্য দলে জায়গা পাবেন কি? যুবরাজ সিংহের কথাটাই ধরুন না! এক সময়ে স্টার পারফর্মারের এটাই কি শেষ আইপিএল হতে যাচ্ছে? আফগান প্রিমিয়ার লিগে এক ওভারে ছ’টি ছয় মেরে চমক দেয়া হজরতুল্লাহ জাজাই কোন দলে খেলার সুযোগ পাবেন? ওয়েস্ট ইন্ডিজের বহুচর্চিত হার্ডহিটার সিমরন হেটমায়ার কি এই নিলামে রেকর্ড অর্থ পাবেন?

তবে তার আগে জেনে নিন এখন পর্যন্ত নিলামে কাদের নিয়ে দল ভারি করেছে কলকাতা নাইট রাইডার্স

স্কোয়াডে মোট খেলোয়াড়: ১৩; ভারতীয় ১০, বিদেশি ৩

খেলোয়াড়: দিনেশ কার্তিক, রবিন উথাপ্পা, ক্রিস লিন, আন্দ্রে রাসেল, সুনিল নারাইন, শুভমান গিল, পিয়ুষ চওলা, কুলদীপ যাদব, প্রসীষ কৃষ্ণা, শিবম মাভি, নিতিশ রানা, রিঙ্কু সিং, কামলেশ নগরকোটি।

কিংস ইলেভেন পাঞ্চাব

স্কোয়াডে মোট খেলোয়াড়: ১০; ভারতীয় ৫, বিদেশ ৫

খেলোয়াড়: লোকেশ রাহুল, ক্রিস গেইল, অ্যান্ড্রু টিয়ে, মায়াঙ্ক আগরওয়াল, অঙ্কিত রাজপুত, মুজিব উর রহমান, করণ নাইর, ডেভিড মিলার এবং রবিচন্দ্রন অশ্বিন।

চেন্নাই সুপার কিংস।

স্কোয়াডে মোট খেলোয়াড়: ২৩; ভারতীয় ১৫, বিদেশি ৮

খেলোয়াড়: মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, এম বিজয়, রবীন্দ্র জাদেজা, স্যাম বিলিংস, মিচেল স্যান্টনার, ডেভিড উইল, ডোয়াইন ব্রাভো, শেন ওয়াটসন, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির, কেদার জাদব, আম্বাতি রায়ডু, হরভজন সিং, দীপক চাহার, কে এম আসিফ, কর্ণ শর্মা, ধ্রুব শরি, এন জগদেশান, শরদুল ঠাকুর, মনু কুমার, চৈতন্য বিষ্ণু।

বি.দ্র : পূর্ণাঙ্গ তালিকা হাতে আসা মাত্রই আমরা পরবর্তী নিউজে যোগ করে দেওয়া হবে। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর