উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৮, ০৯:২৭ এএম
উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য শক্তিশালী একাদশ

দুই ফরম্যাটের বিশ্বজয়ীদের বিরুদ্ধে টেস্ট ও ওয়ানডে সিরিজ সফলভাবে সম্পর্ণ করেছে বাংলাদেশ। এবার সেই ওয়েস্ট ইন্ডিজকে ক্রিকেটের ছোট্ট আসরটিতে আতির্থ দিবে বাংলাদেশ। আর এই মহারণ শুরু হবে সোমবার (১৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর ১২:৩০ মিনিটে বল মাঠে গড়াবে। তার আগে জেনে নিন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ক্যারিবীয়দের বিপক্ষে কেমন একাদশ নিয়ে সম্মুখসমরে নামবে বাংলাদেশ। 

ম্যাচ শুরুর আগের দিন টাইগার শিবিরে দেখা দিয়েছিল শঙ্কা। অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন ক্যাপ্টেন সাকিব আল হাসান। তবে ইনজুরির ঘন্টা দুয়েক পরে টাইগারদের কোচ স্টিভ রোডস নিশ্চিত করেছেন সাকিবের ইনজুরি অতোটা গুরুতর নয়। তাই ক্যারিবীয়দের বিপক্ষে সাকিবের থাকা অনেক নির্ভার করছে বাংলাদেশকে।

সাকিবের সঙ্গে দলে নিয়মিত পারফর্মার তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানরা খেলবেন বলাই যায়।

ওপেনিংয়ে তামিমের সঙ্গে নামবেন লিটন দাস। সিরিজের শেষ ওয়ানডেতে তিনে নেমে দুর্দান্ত পারফর্ম করায় সেখানেই সৌম্য সরকার নামবেন, এমনটাও অনুমেয়। পেস অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন মোহাম্মদ সাইফউদ্দিন। অথবা সাইফের জায়গায় দেখা যেতে পারে আরিফুল হককেও।

অলরাউণ।ডার নৈপূণ্যে আরিফের চেয়ে এগিয়ে সাইফ। যদিও আরিফুলকে খেলানোর ব্যাপারে গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচের মন্তব্য, ‘আরিফুল অসাধারণ এক ক্রিকেটার। দুঃখজনকভাবে গত কয়েকটি খেলায় সে সুযোগ পায়নি। ফ্লোরিডায় শেষ টি-টোয়েন্টিতে ও খেলেছিল, যেটায় জিতে আমরা সিরিজ জিতে ছিলাম। ওই ম্যাচে সে ভালো করেছিল।’

আর যদি সাইফউদ্দনিকে দেখা যায় তাহলে তিন অলরাউন্ডার থাকবে টাইগার শিবিরে ( সাকিব, মিরাজ এবং সাফউদ্দিন)।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর