নেইমার-কাভানি-এমবাপের গোলে নকআউটে পিএসজি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৮, ১১:১৩ এএম
নেইমার-কাভানি-এমবাপের গোলে নকআউটে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে দাপটের সঙ্গে তিন পয়েন্ট তুলে নিল পিএসজি৷ রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে ৪-১ ব্যবধানে ম্যাচ জিতল ফরাসি ক্লাব৷ মূলত নেইমার-কাভানি-এমবাপের ত্রিমুখী আক্রমণেই বড় ব্যবধানে জয় এসেছে। গ্রুপের শেষ ম্যাচ জিতে ইউরোপের সেরা ক্লাবের লড়াইয়ের শেষ ষোলোর টিকিট পাকা করল পিএসজি। ৬ ম্যাচে ১১ পয়েন্টের পুঁজি নিয়ে গ্রুপ টপার হয়ে নকআউটে পৌঁছল নেইমাররা। অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে দু’নম্বরে শেষ করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় গেল লিভারপুল৷ রেডদের কাছে ম্যাচ হেরে ছিটকে গেল নাপোলি।

ম্যাচের শুরুতেই পিএসজিকে এগিয়ে দেওয়া কাভানির গোলটিতে মূল কৃতিত্ব ছিল এমবাপের। রাশিয়া বিশ্বকাপে গতিতে আলো ছড়ানো ফরাসি ফরোয়ার্ড বাঁ দিক দিয়ে দ্রুত এগিয়ে এক ডিফেন্ডারকে পেছনে ফেলে ছোট ডি-বক্সে পাস দেন। বল ধরতে ঝাঁপিয়ে পড়েছিলেন গোলরক্ষক, পারেননি। অনায়াসে ফাঁকা জালে বল পাঠান উরুগুয়ের স্ট্রাইকার।

৪০তম মিনিটে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। এমবাপের বাড়ানো বল ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে আড়াআড়ি এগিয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আসরে এটা তার পঞ্চম গোল।

খেলার ধারার বিপরীতে ৫৬তম মিনিটে গোল খেয়ে বসে পিএসজি। ভলিতে বল ঠিকানায় পাঠান সার্বিয়ান ডিফেন্ডার মার্কো গোবেলিচ।  ৭৭তম মিনিটে মার্কিনিয়োসের গোলে নকআউট পর্বের টিকেট প্রায় নিশ্চিত হয়ে যায় পিএসজির। আনহেল ডি মারিয়ার বাড়ানো বলে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে ব্যবধান আরও বাড়ান দলের প্রথম দুই গোলে অবদান রাখা এমবাপে।

ছয় ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া পিএসজির পয়েন্ট ১১। আর তিন জয়ে গ্রুপ রানার্সআপ লিভারপুলের পয়েন্ট ৯।

নাপোলির পয়েন্টও লিভারপুলের সমান ৯। মুখোমুখি লড়াইয়ে দুদলই নিজেদের মাঠে সমান ব্যবধানে জিতেছে। তাদের গোল ব্যবধানও সমান। কিন্তু সব মিলিয়ে কম গোল করায় তৃতীয় হয়েছে সিরি আ’র ক্লাবটি।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর