দাপুটে বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশের জয়


আরিফুর রাজু প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৮:২৯ পিএম
দাপুটে বোলিং-ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

রোববার (৯ ডিসেম্বর) সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯৬ রানের জবাবে খেলতে নেমে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।  সে হিসাবে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।  এছাড়া ক্যারিবিয়ানদের বিপক্ষে দশম জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।

মুশফিকের ফিফটি ও জয়গাঁথা

দলের আশা-যাওয়ার মিছিলেও মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে উজ্বল ঝলমলে ছিলেন মুশফিকুর রহিম। এমনকি চলার পথে সঙ্গী করেছেন ক্যারিয়ারের ৩১তম ফিফটি।।মূলত টাইগার উইকেটরক্ষকের কারণেই আজকের ম্যাচটিতে জয় তুলে আনতে সক্ষম হয়েছে।  

অল্প রানেই আটকা উন্ডিজ

ভালো বল করেও উইকেট পাচ্ছিলেন না মোস্তাফিজুর রহমান। এর আগে তার বলে ক্যাচ উঠলেও সেটি ছেড়ে দেন আরিফুল হক। তবে ঠিকই ৪৭তম ওভারে গিয়ে প্রথম শিকার পেলেন টাইগার পেসার।  এরপর শেষের ওভারে সংখ্যাটা তিনগুণ করেন তিনি। ওভারের ২ এবং ২ বলে বিষু-পাওয়েলকে ফিরিয়ে ইনিংসের শেষ পেরেক ঠুকে দেন মোস্তাফিজ। সে সঙ্গে নিজের নামের পাশে যোগ করেন তিন উইকেট। আর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৯৫ রানে। বিস্তারিত আসছে...

খেলা বিভাগের আরো খবর