প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২৯৮ রান


প্রকাশিত: মে ২০, ২০১৬, ১০:৩৯ পিএম
প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২৯৮ রান

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। প্রথম দিনের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন আলেক্স হেলস (৮৬) ও জনি বেয়ারস্টো (১৪০)।

বল হাতে শ্রীলঙ্কার দাসুন সানাকা ও দুষমান্তে চামিরা ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন রঙ্গনা হেরাথ। ১টি করে উইকেট শিকার করেন ইরাঙ্গা ও প্রদীপ।

বৃহস্পতিবার হেডিংলিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হয় ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ৮৩ রানের হারিয়ে বসে পাঁচ-পাঁচটি উইকেট। সবাই যখন স্বল্প রানে ইংল্যান্ডের গুটিয়ে যাওয়ার আশঙ্কা করছিল তখন আলেক্স হেলস ও জনি বেয়ারস্টোর ব্যাটে ঘুরে দাঁড়ায় ইংলিশরা।

এই দুজন মিলে প্রথম দিনে চা বিরতি পর্যন্ত ৫৩ ওভারে ১৭১ রান পর্যন্ত নিয়ে যান দলীয় স্কোরকে। এরপর বৃষ্টির কারণে প্রথম দিনের আর খেলা হয়নি। প্রথম দিনে হেলস ৭১ ও বেয়ারস্টো ৫৪ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনে দলীয় ২২৪ রানে হেলস ২০৬ বল খেলে ৮৬ রান করে আউট হন। ষষ্ঠ উইকেট জুটিতে তারা দুজন মহামূল্যবান ১৪১ রান যোগ করেন। এরপর আবার দ্রুত উইকেট হারাতে শুরু করে ইংল্যান্ড। তবে বেয়ারস্টো দ্রুত গতিতে রান তুলতে থাকেন। শেষ পর্যন্ত দলীয় ২৮৯ রানে ব্যক্তিগত ১৪০ রানে আউট হন তিনি। বেয়ারস্টো আউট হওয়ার পর ২৯৮ রানেই থামে ইংল্যান্ডের প্রথম ইনিংস।

জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। ১২ রানে হারিয়ে বসে প্রথম সারির তিন-তিনজন ব্যাটসম্যানকে। তিন উইকেটের দুটি নেন স্টুয়ার্ড ব্রড। অপর উইকেটটি নেন জেমস অ্যান্ডারসন।

 

গো নিউজ২৪/জা আ

 

খেলা বিভাগের আরো খবর