দিল্লিকে ১৫৯ রানের টার্গেট মুস্তাফিজদের


প্রকাশিত: মে ২০, ২০১৬, ০৮:০৩ পিএম
দিল্লিকে ১৫৯ রানের টার্গেট মুস্তাফিজদের

আইপিএলে নিজেদের ত্রয়োদশ ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ডেয়ারডেভিলস। রায়পুরে টস জিতেন দিল্লির অধিনায়ক জহির খান। তিনি অবশ্য বল করার সিদ্ধান্ত নেন। তাই টস হেরে ব্যাট করতে নামে মুস্তাফিজদের হায়দরাবাদ।

 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য দিল্লি ডেয়ারডেভিলসকে করতে হবে ১৫৯ রান।

 

উদ্বোধনী জুটিতে ওয়ার্নার ও ধাওয়ান মিলে ৪৬ রান সংগ্রহ করেন। এরপর ধাওয়ান ফিরে যান। কিন্তু ওয়ার্নার ৫৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৭৩ রান করেন। তার ৭৩ রানে ভরে করে শেষ পর্যন্ত ১৫৮ রানের লড়াকু পুঁজি পায় হায়রদরাবাদ।

 

বল হাতে দিল্লির কার্লোস বার্থওয়েট ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন জেপি ডুমিনি ও কাল্টার নীল।

 

১২ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে হায়দরাবাদ। আজ দিল্লির বিপক্ষে জিতলে শীর্ষে থেকে প্লে-অফ খেলবে ওয়ার্নার বাহিনী।

 এস কে 

খেলা বিভাগের আরো খবর