এক গন্ডা সুসংবাদ বাংলাদেশ শিবিরে


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ০২:৩৬ পিএম
এক গন্ডা সুসংবাদ বাংলাদেশ শিবিরে

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ক্যারিয়ার সেরা ২১৯ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। সে সুবাধে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামার আগেই দারুণ সুখবর পেলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে সোমবার (১৯ নভেম্বর) র‌্যাঙ্কিংয়ে হালনাগাদ এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। যাতে ১৩ ধাপ এগিয়েছেন মুশফিক, উঠে এসেছেন ১৮ নম্বরে। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে নিজের ক্যারিয়ার সেরা ২১ নম্বরে উঠেছিলেন তিনি। বর্তমানে মুশফিকের রেটিং পয়েন্ট ৬৩২।

এছাড়াও বোলারদের মধ্যে দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজও সুখবর পেয়েছেন। দুজনই উঠে এসেছেন ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে। তিন ধাপ এগিয়ে এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন তাইজুল। তার রেটিং ৫৯৫। সাত ধাপ এগিয়ে ২৮ নম্বরে উঠে আসা মিরাজের রেটিং পয়েন্ট ৫৮০।

টেস্টের পর ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও চমক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৬৭১। জিম্বাবুয়ের বিপক্ষ দুই ওয়ানডেতে দারুণ বোলিংয়ের সুবাধে এই সুখবর পেলেন তিনি।

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর