রশিদ-মুজিবের পর আইপিএল মাতাবেন ১৮ বছরের আফগানি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৮, ০১:০১ পিএম
রশিদ-মুজিবের পর আইপিএল মাতাবেন ১৮ বছরের আফগানি

এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে নেহাতই নবাগত দেশ আফগানিস্থান। কিন্তু ও দেশেরই রশিদ খান এবং মুজিব-উর রহমান স্পিনের জাদুতে ইতিমধ্যেই নাম করে ফেলেছেন। যুদ্ধ বিধ্বস্ত আফগানকে বিশ্ব দরবারে নতুন করে তুলে ধরলেন সেদেশের ক্রিকেটাররা।

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করা রশিদ খানকে তো গত বছর ভারতের নাগরিকত্ব দেয়ার জন্য জোর দাবি জানিয়েছিলো ভারতের ক্রিকেটপ্রেমীরা। একের পর এক ক্রিকেটারকে নিচ্ছে ভারতের প্রাইঞ্চাইজিগুলো। নবী, রশীদ এবং মুজিব-উর রহমানের পর নজর পড়েছে নবাগত স্পিনার কোয়াইস আহমেদের প্রতি। চাউর হচ্চে নিলামের শুরুতেই তাকে দলে ভেড়াতে মরিয়া ফ্রাইঞ্চাইজিগুলো।

যদিও কোয়াইসের এখনো জাতীয় দলে অভিষেক হয়নি। তবুও ইতোমধ্যে খেলেছেন সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। সেখানে তিনি সামির সেন্ট লুসিয়ার হয়ে খেলেছেন। সেখানে তাবড় তাবড় ব্যাটসম্যানদের বিপক্ষে চোক ধাঁধানো বোলিং করেই মূলত আলোচনায়। সিপিএলে আট ম্যাচে শিকার করেছেন ৭ উইকেট। এছাড়াও নিজ দেশের বিভিন্ন লিগে দুর্দান্ত বোলিং করছেন ১৮ বছরের এই লেগি।

এখন পর্যন্ত প্রথম শ্রেণির ৮ ম্যাচ খেলে শিকার করেছেন ৪১ উইকেট এবং লিস্ট ‘এ’র চার ম্যাচে তুলেছেন আট উইকেঠ। 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর