কোহলিকে আটকানোর সহজ পথ দেখালেন ডু প্লেসি


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ১০:৩৪ এএম
কোহলিকে আটকানোর সহজ পথ দেখালেন ডু প্লেসি

২১ নভেম্বর থেকে মুখোমুখ হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত। ময়দানি লড়াইয়ের আগে চলছে কথার লড়াই। এবার সেই লড়াইতে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস। অস্ট্রেলিয়ার ভয় কীভাবে থামানে সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। ঠিক এমনি সময় অ্যরন ফ্রিহ্চের পাশে দাঁড়লেন দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। 

বিরাট কোহালিকে কীভাবে থামানো সম্ভব? নিজেদের দেশে আসন্ন দ্বৈরথে অস্ট্রেলিয়া সবার আগে এই প্রশ্নের উত্তর পেতে চাইবে। আর অস্ট্রেলিয়াকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে লজ্জা দেয়ার পর তাদের জন্য একটি পরামর্শ দিচ্ছেন ফাফ ডু প্লেসিস। তিনি অজি ক্রিকেটার উদ্দেশ্যে বলেন, বিরাটকে একদম রাগিও না। ওকে শান্ত থাকতে দাও। 

কেন এমন উপদেশ দিচ্ছেন তিনি? ডুপ্লেসির পর্যবেক্ষণ, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েকজন ক্রিকেটার আছে, যারা তীব্র লড়াইয়ের পরিস্থিতিতে খেলতে পছন্দ করে। কোহালি সে রকমই একজন ক্রিকেটার। যত হাড্ডাহাড্ডি পরিস্থিতি তৈরি হবে, যত ঝামেলা করবে ওর সঙ্গে, তত ওর খেলা খুলবে।’

ডু প্লেসি এখন তাদের কোহালি নিয়ে রণনীতি ফাঁস করে বলছেন, ‘বিশ্বে দু’এক জন ক্রিকেটার আছে, যাদের নিয়ে আমাদের আলাদা করে আলোচনা করতেই হয়। কোহালি সে রকমই একজন ক্রিকেটার এবং আমাদের দেশে সিরিজ শুরুর আগে ওকে নিয়ে আলাদা করে আলোচনা করেছিলাম। আমরা সিদ্ধান্ত নিই, ওকে রাগিয়ে তোলার মতো কিছু একদম বলা যাবে না। কারণ, ও ঠিক সেটাই চায়। ঝামেলা করে কোহালিকে কিছু বলা মানে ও আরও ভাল খেলতে শুরু করবে। কেন নিজেরা হাতে করে সেটা তুলে দেব!’

দক্ষিণ আফ্রিকার অধিনায়কের বার্তা, ‘প্রত্যেক দলেরই কোহালিকে নিয়ে একটা নিজস্ব রণনীতি থাকে। যেটা তাদের জন্য ভাল কাজ দেয়। আমাদের জন্য সেটা ছিল সাইলেন থাকা।’ 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর