বিসিএলে দল পেলেন না আশরাফুল


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ১০:০৬ এএম
বিসিএলে দল পেলেন না আশরাফুল

দেশের ক্রিকেটকে উন্নয়নের লক্ষ্যে নতুন আঙ্গিকে আয়োজন হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আসর। শুক্রবার (১৮ নেভেম্বর) প্রথমবারের মতো এই আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। কিন্তু প্লেয়ার্স ড্রাফটে বিসিএলের কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের এক সময়ের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের প্রতি। মূলত সাম্প্রতিক সময়ে তাঁর বাজে ফর্মের কারণেই তাকে কেউ দলে নেয়নি।

জাতীয় ক্রিকেট লিগের সেরা ৮০ ক্রিকেটারকে নিয়ে ২১ নভেম্বর থেকে শুরু হবে বিসিএল। শুক্রবার হয়ে গেল বিসিএলের ড্রাফট। গতবার আশরাফুল খেলেছিলেন ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে। এবার তাকে ধরে রাখেনি দলটি। এছাড়া ড্রাফট থেকেও কেউ নেয়নি তাকে।

সবশেষ ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে নিজেকে জানান দিতে পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে মোট ৬ ম্যাচের ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসে ছিল ৪৯ রানের। এছাড়া ব্যাটিংয়ে সঙ্গে বল হাতে ৭টি উইকেট নেন তিনি।

ফ্রাঞ্চাইজিগুলো গতবারের দল থেকে সর্বোচ্চ ছয়জন রিটেইন করতে পেরেছে। বাকিদের নেওয়া হয়েছে ড্রাফট থেকে। সবগুলো দলই ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করে ফেলেছে।

২১ নভেম্বর শুরু হচ্ছে বিসিএলের সপ্তম আসর। প্রথম রাউন্ডে ওয়ালটনের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। রাজশাহীতে খেলবে বিসিবি নর্থ জোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর