রেকর্ডের হাতছানি তাইজুলের


স্পোর্টস রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৮, ১১:২৪ এএম
রেকর্ডের হাতছানি তাইজুলের

ঢাকা টেস্টের পঞ্চম দিনের খেলা চলছে। জয় পেতে জিম্বাবুয়ের চাই ৬ উইকেটে ২৮৯ রান। ২২ গজে লড়ছেন ছন্দে থাকা ব্রেন্ডন টেইলর ও মুর। 


তাইজুলের সিরিজের ১৭তম উইকেট

৪৭ তম ওভারের শেষ বলে সিকান্দার রাজাকে ক্যাচ তুলতে বাধ্য করেন তাইজুল ইসলাম। আগের দুইটি বল ডট খেলানোর পর ষষ্ঠ বলে ঠিকই তাইজুলের বল পিচ বরাবর জোরে হাঁকানোর চেষ্টা করেন ব্যাটিংয়ে সেট হওয়া সিকান্দার রাজা।  তবে তার স্কোর ১২ রানের বেশি যেতে পারেনি।

এদিকে জিম্বাবুয়ে দুই ম্যাচের চার ইনিংসে এখন পর্যন্ত ১৮ উইকেট সংগ্রহ করেছেন তাইজুল ইসলাম। অর্থাৎ আর মাত্র ২ উইকেট পেলেই দুই টেস্ট মিলিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হবে তাইজুল ইসলাম। এখন পর্যন্ত  দুই ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মেহেদী মিরাজ। তার উইকেট সংখ্যা ১৯।  ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষিক্ত টেস্টে  সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ১৯ উইকেট শিকার করেছিলেন তিনি। 


খরা কাটলো মোস্তাফিজের
 
ঢাকা টেস্টেরে প্রথম ইনিংসে ভালো বোলিং করেও উইকেটের দেখা পাননি মোস্তাফিজুর রহমান। বেশ কয়েকবার উইকেটের খুব কাছাকাছি গিয়েও চূড়ান্ত জয় হয়নি তার। তবে ঠিকই সিলেট টেস্টে সেরা খেলোয়াড় শন উইলিয়ামসকে ফিরিয়ে উইকেট খরা কাটান মোস্তাফিজ। মিরপুর টেস্টে এটাই তার প্রথম উইকেট। 
 
বাঁহাতি পেসারের অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলের লাইন মিস করে বোল্ড হয়ে যান উইলিয়ামস। সিরিজে এনিয়ে টানা তৃতীয়বার বোল্ড হলেন জিম্বাবুয়ের এই মিডল অর্ডার ব্যাটসম্যান। 
 

ভালো কিছুর প্রত্যাশায় বাংলাদেশ
 
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।    
 
জয় তুলে নেয়ার ব্যাপারে আশাবাদী মেহেদী হাসান মিরাজ। তবে উইকেট নিতে বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন এই অফ স্পিনার। অন্য দিকে জিম্বাবুয়ের কোচ লালচাঁন রাজপুতের আশা সিরিজ জয় নিশ্চিত করতে ৮ উইকেট নিয়ে শেষ দিন কাটিয়ে দিতে পারবে তার শিষ্যরা।   
 
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:
 
বাংলাদেশ ১ম ইনিংস: ৫২২/৭ (ইনিংস ঘোষণা)
 
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩০৪ 
 
বাংলাদেশ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৪/৬ (ইনিংস ঘোষণা)
 
জিম্বাবুয়ে ২য় ইনিংস: (লক্ষ্য ৪৪৩) ৫৮ ওভারে ১৫৫/৪ (টেইলর ৪৯*, চারি ৪৩,মুর ৯*; মোস্তাফিজ ১০-২-১৯-১, তাইজুল ২৬-২-৬৮-২)

গোনিউজ২৪/এআর
 

খেলা বিভাগের আরো খবর