বাংলাদেশের যে স্পিনারের কথা মনে পড়ে গেল টেলরের


খেলা প্রতিবেদক: প্রকাশিত: নভেম্বর ১৪, ২০১৮, ০৮:৫৯ এএম
বাংলাদেশের যে স্পিনারের কথা মনে পড়ে গেল টেলরের

সর্বশেষ পাঁচ বছর আগে টেস্ট সেঞ্চুরির মুখ দেখেছিলেন ব্রেন্ডন টেলর। সেটি ২০১৩ সালে হারারেতে বাংলাদেশের বিপক্ষেই। টেলরের মোট পাঁচ টেস্ট সেঞ্চুরির মধ্যে আগের চারটি ছিল দেশের মাটিতে। বিদেশের মাটিতে প্রথম তিন অঙ্কের দেখা পেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

বিদেশের মাটিতে নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা ব্রেন্ডন টেলর প্রশংসা করলেন বাঁ হাতি স্পিনার তাইজুলের, ‘তাইজুল তো সিরিয়াস ফর্মে আছে। সাকিবের না-থাকার ফলে যে শূন্যতা দেখা দিয়েছে, সেটা সে কীভাবেই না পূরণ করে দিল।’

টেস্ট ক্যারিয়ারে ৫ সেঞ্চুরির চারটিই বাংলাদেশের বিপক্ষে করা টেলর অবশ্য বললেন, শুধু তাইজুল নয়, পুরো বাংলাদেশের স্পিন আক্রমণই এখন বিশ্বের অন্যতম সেরা। বিশেষ করে খেলাটা যদি হয় বাংলাদেশে। বাংলাদেশের বিপক্ষে নিজের দীর্ঘ অভিজ্ঞতার প্রসঙ্গ তুলতে মোহাম্মদ রফিকের কথাও মনে পড়ে গেল টেলরের, ‘আমার কাছে সব সময়ই মনে হয়েছে স্পিনারদের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলাটা সব সময়ই কঠিন। এতগুলো বছর ধরে রাজ্জাক, সাকিব, এর আগে মোহাম্মদ রফিক; এরা সব সময়ই কঠিন চ্যালেঞ্জ ছিল। খেলাটা হারাবে-বুলাওয়েতে হোক, কিংবা এখানে।’

মোহাম্মদ রফিক

১০ বছর আগে নিজের শেষ টেস্ট খেলা রফিককে এখনো মনে রেখেছেন টেলর। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে ১০০ উইকেটের মাইলফলক পেরিয়ে গিয়েছিলেন রফিক। সাকিব তাকে পেরিয়ে এখন ১৯৬-এ চলে গেছেন। এই সিরিজেই উইকেটসংখ্যায় বাংলাদেশের সেরা বোলারদের তালিকায় তিনে উঠে এলেন তাইজুল। ২১ টেস্টে ৮৫ উইকেট হয়ে গেছে তার। বাংলাদেশের সেরা তিন বোলারই বাঁ হাতি স্পিনার! তাইজুল সেখানে নিজের নাম দেখে গর্ব করতেই পারেন।

গোনিউজ২৪/এআরএম

খেলা বিভাগের আরো খবর