এমন রেকর্ড চাননি মেসি


নিউজ ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৮, ০৯:০০ এএম
এমন রেকর্ড চাননি মেসি

চোট কাটিয়ে মেসির ফেরার ম্যাচটা সুখের হলো না বার্সেলোনার। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়া দলকে দ্বিতীয়ার্ধে পথ দেখিয়েছিলেন মেসি।

কিন্তু উদ্দীপ্ত রিয়াল বেটিসের বিপক্ষে পেরে উঠল না বার্সেলোনা। ঘরের মাঠে হেরেই গেল এরনেস্তো ভালভেরদের দল। কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ৪-৩ গোলে জিতেছে রিয়াল বেটিস।

হাতের চোটের কারণে আড়াই সপ্তাহ না খেলতে পারা লিওনেল মেসি জোড়া গোল করেও বার্সেলোনার সর্বনাশ এড়াতে পারেননি। এর মাধ্যমে একটি ‘অনাকাঙ্ক্ষিত’ রেকর্ডের মালিক হয়েছেন আর্জেন্টাইন তারকা।

বার্সার হয়ে ক্যারিয়ারে এই প্রথম কোনো ম্যাচে জোড়া গোল পেলেন মেসি—যে জোড়া গোলে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। এমন রেকর্ড চাননি বার্সার এই প্রাণভোমরা!

অথচ এই বার্সার মাঠ ক্যাম্প ন্যু তে ঐতিহ্যগতভাবেই বাজে খেলে বেটিস, ম্যাচের আগে শেষ ২০ বছরে বার্সার মাঠে কোন জয় ছিল না যে তাদের!

লিওনেল মেসি বার্সাকে জেতাতে না পারলেও তার ব্যক্তিগত অর্জনের খেরোখাতা কিন্তু খালি যাচ্ছে না মোটেও। এই মৌসুমে ১৩ ম্যাচ খেলে ১৪ গোল হয়ে গেছে মেসির, গোল করতে সহায়তা করেছেন ৬ বার। ১৪ গোল নিয়ে সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন তিনি। এদিকে বার্সেলোনার হয়ে ক্লাব ক্যারিয়ারে ৬৫০ ম্যাচ খেলে ৫৬৬ গোল হয়ে গেল তাঁর।

গোনিউজ২৪/এআরএম

খেলা বিভাগের আরো খবর