ব্যাটিংয়ে পাকিস্তান , দুই দলে ৪ পরিবর্তন


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১১, ২০১৮, ০৪:৫১ পিএম
ব্যাটিংয়ে পাকিস্তান , দুই দলে ৪ পরিবর্তন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এর পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দু’দলের হাড্ডাহাড্ডি লড়াই। ইতিমধ্যে দুই ম্যাচ শেষে দুই দলের অবস্থান সমান সমান। অর্থাৎ এক ম্যাচে জয়, এক ম্যাচে হার। রোববার (১১ নভেম্বর) শেষ ম্যাচ দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। যে দল জিতবে সিরিজ তাদের।

বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মাঠে নামছে দুই দল। এই ম্যাচটিতে প্রথমে টস ভাগ্যে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমদ। 

সন্দেহ নেই এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে দুই দল। পাকিস্তানের এই ম্যাচে রয়েছে দুঃসংবাদ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন ওপেনার ইমাম-উল হক। দলে ফিরছেন আসিফ আলীও। নিউজিল্যান্ড শিবিরেও রয়েছে দুই পরিবর্তন। এদিন দলের সাথে নেই অধিনায়ক কেন উইলিয়ামসন।

পাকিস্তানের একাদশঃ ফখর জামান, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, হরিস সোহেল, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডের একাদশঃ জর্জ ওয়ার্কার, কলিন মুনরো, হেনরি নিকোলস, রস টেলর, টম ল্যাথাম (অধিনায়ক), বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, ইশ সোদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
 

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর