সবার সেরা হতে রোহিতের চাই ৬৯ রান


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৮, ০৯:১৮ পিএম
সবার সেরা হতে রোহিতের চাই ৬৯ রান

সবার হতে আর দরকার মাত্র ৬৯ রান। তাহলেই টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়বেন রোহিত শর্মা। রোববার (১০ নভেম্বর) চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের দিকে তাই থাকছে নজর।

মঙ্গলবার লখনউয়ে বিরাট কোহালিকে টপকে এই ফরম্যাটে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করে ফেলেছেন রোহিত। তার রান এখন ২২০৩। তার সামনে এখন শুধু নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৭১ রান)।

রোহিত যে ফর্মে আছেন, তাতে রোববার গাপটিলকে টপকে যেতেই পারেন। গেল ম্যাচে অপরাজিত ১১১ রানের ইনিংস খেলেছেন তিনি। ফলে আত্মবিশ্বাসের তুঙ্গে আছেন। যদি, রোহিত আরও ৬৯ রান করে দেন, তবে ক্রিকেটের তিন ফরম্যাটেই সবচেয়ে বেশি রানের রেকর্ড থাকবে ভারতীয়দের দখলে। টেস্ট ও একদিনের ফরম্যাটে সবচেয়ে বেশি রানের রেকর্ড রয়েছে শচীন টেন্ডুলকারের।

টি-টোয়েন্টি ক্রিকেট শুরু হওয়ার পর থেকে কোনও ভারতীয় এই ফরম্যাটে সবচেয়ে বেশি রানের মালিক হননি। রোহিত তা করতে পারলে তাই অনন্য নজির গড়বেন। এই মুহূর্তে নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দলে নেই গাপটিল। তাই রোহিত তাকে টপকে গেলে গাপটিলের সহজে মুকুট পুনর্দখলের সম্ভাবনা নেই।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর