ব্রাজিলিয়ান খুদে জাদুকরের গোলে রিয়ালের জয়


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ৪, ২০১৮, ০৯:০৬ এএম
ব্রাজিলিয়ান খুদে জাদুকরের গোলে রিয়ালের জয়

শনিবার (৩ নভেম্বর) স্থানীয় সময় বিকালে সান্তিয়াগো বার্নাব্যুয়ে লিগের ম্যাচটি রিয়াল ভাযাদোলিদের বিপক্ষে ২-০ গোলে জেতে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। বাঁ দিক থেকে মার্কো আসেনসিওর পাস ধরে ডি-বক্সে ঢুকে করিম বেনজেমার কোনাকুনি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। সাত মিনিট পর গ্যারেথ বেলের লাফিয়ে নেওয়া হেড রুখে দেন গোলরক্ষক। খানিক পর ছোট ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক বরাবর হেড করেন বেনজেমা।

৩৩তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে দ্রুত এগিয়ে যাওয়া স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিতো ডি-বক্সে একা বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন। বেঁচে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই বেশ জমে ওঠে। ৫৬তম মিনিটে বেনজেমার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি, গোললাইনে রুখে দেন ডিফেন্ডার ফের্নান্দো কালেরো। ফিরতি বলে কাসেমিরোর শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক জর্দি মাসিপ।
কয়েক মিনিটের ব্যবধানে ভাগ্যের জোরে দুবার বেঁচে যায় রিয়াল। ৫৮তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে স্প্যানিশ মিডফিল্ডার রুবেন আলকারাসের শট গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিলেও ক্রসবার এড়াতে পারেনি। ৬৬তম মিনিটে একই জায়গা থেকে স্প্যানিশ মিডফিল্ডার আন্তোনিও ভিয়ার বুলেট গতির শটও লাগে ক্রসবারে।

অবশেষে ৮৩তম মিনিটে সৌভাগ্যপ্রসুত গোলে এগিয়ে যায় রিয়াল। বদলি নামা ভিনিসিউস জুনিয়রের বাঁ দিক থেকে নেয়া শটে বল ডি-বক্সে স্প্যানিশ ডিফেন্ডার কিকোর হাতে লেগে জালে জড়ায়। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে বলে হাতও লাগিয়েছিলেন গোলরক্ষক মাসিপ। কিন্তু রুখতে পারেননি।

৮৮তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা স্টাইলে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও রামোস। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড বেনজেমা ফাউলের শিকার হলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি।

১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। ভাইয়াদলিদের পয়েন্ট ১৬।

আগের ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেগানেসের মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২০।

গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর