সাংবাদিকতাই মূল পেশা এক ভারতীয় পেসারের


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: নভেম্বর ১, ২০১৮, ০৮:১৯ পিএম
সাংবাদিকতাই মূল পেশা এক ভারতীয় পেসারের

অদ্যাবধি এমন কথা শোনা যায়নি। ক্রিকেটার খেলছেন আবার খেলে উঠেই সেই ম্যাচ রিপোর্ট পাঠাচ্ছেন সংবাদপত্রে, এমন খবর কস্মিনকালেও শোনা যায়নি। 

ভারতেই রয়েছেন এমন একজন ক্রিকেটার, যিনি ক্রিকেট খেলে উঠেই সেই ম্যাচের রিপোর্ট পাঠিয়ে দেন সংবাদপত্রে। তাঁর নাম সন্দীপ কুমার ঠাকুর। অরুণাচল প্রদেশ টিমের পেস বোলার তিনি। খেলা শেষ হয়ে গেলে তিনিই আবার সাংবাদিক। দ্বৈত সত্তা তার। 
 
সদ্যসমাপ্ত বিজয় হাজারে ট্রফিতে খেলেছেন সন্দীপ। প্রতিটি ম্যাচ খেলে ওঠার পরেই সেই ম্যাচের রিপোর্ট তিনি পাঠিয়ে দিয়েছেন সংবাদপত্র ‘অরুণাচল ফ্রন্ট’-এ। এই কাগজেরই সাংবাদিক তিনি। 

বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছেন সন্দীপ। পাঁচটি ম্যাচ থেকে চারটি উইকেট তুলে নিয়েছেন তিনি। দলের মধ্যে সবচেয়ে সফল বোলার সন্দীপ। 
ভারতীয় ক্রিকেটে এমন ঘটনা আগে কখনও শোনা যায়নি। সন্দীপ ব্যতিক্রম।  

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর