চামেলির পাশে সাকিব-মোস্তাফিজ


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৩০, ২০১৮, ০১:৫৮ পিএম
চামেলির পাশে সাকিব-মোস্তাফিজ

একসময় সালমা খাতুনের সতীর্থ ছিলেন রাজশাহীর দরগাপাড়ার মেয়ে চামেলি খাতুন। ২০১১ সাল পর্যন্ত ক্রিকেটে সক্রিয় ছিলেন তিনি। এরপর অসুস্থতার কারণে ধীরে ধীরে ছাড়তে হয়েছে ক্রিকেট। পড়তে হয়েছে প্রজ্জ্বলিত প্রদীপের ছায়ার নীচে। মূলত মেরুদণ্ডের ইনজুরি দীর্ঘদিন বয়ে বেড়াচ্ছেন চামেলি খাতুন। সে জন্য তার আর মাঠে নামা হয়নি। 

জানা যায়, পূর্ণ চিকিৎসা অর্থাৎ অস্ত্রোপচারের জন্য আনুমানিক ১০ লক্ষ টাকা প্রয়োজন চামেলির। আর সে জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাহায্যের অনুরোধ জানান তিনি। আর তা দেখে জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এবং পরবর্তীতে সাকিব আল হাসান তার সঙ্গে যোগাযোগ করেন। সাহায্যের আশ্বাস দেন।

এ বিষয়ে সোমবার (৩০ অক্টোবর) চামেলি খাতুন বলেন, ‘একটু আগে সাকিব আল হাসান ফোন দিল, কাল পরশুর মধ্যে সাহায্য করবেন বলে আশ্বাস দিয়েছেন। মোস্তাফিজুর রহমান আমার সাথে কথা বলেননি। তিনি অন্য একজনকে দিয়ে কথা বলেছেন। তিনিও সাহায্য করবেন বলেছেন। তাদের ধন্যবাদ। এছাড়া ফাহিম স্যারকেও ধন্যবাদ। তিনিও পাশে দাঁড়িয়েছেন। ’

এদিকে সাহায্য ছাড়াও আগের জীবন ফিরে পেতে চামেলি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। 

গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর