তাহলে কি বিশ্বকাপ খেলবেন না ধোনি?


স্পোর্টস ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২৩, ২০১৮, ০৬:২৮ পিএম
তাহলে কি বিশ্বকাপ খেলবেন না ধোনি?

২০১১ সালের বিশ্বকাপ ফাইনালের কথা এখনো ক্রিকেটপ্রেমীদের কাছে জীবন্ত। শ্রীলঙ্কার ইনিংসের জবাব দিতে নেমে মোক্ষম সময়ে দলের হাল ধরেছিলেন গৌতম গম্ভীর এবং মহেন্দ্র সিংহ ধোনি। বাকিটা তো ইতিহাস। 

সব ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেটের দুই সৈনিককে এবার ক্রিকেটের ময়দান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতে শুরু করেছেন। আর তাতে প্রশ্ন আসন্ন বিশ্বকাপে খেলবেন না ধোনি? আপাতত এই প্রশ্নের উত্তর মেলেনি।

২০১৯ সালে লোকসভা নির্বাচন। পাশাশি ওয়ানডে বিশ্বকাপও। এদিকে নির্বাচনের কথা মাথায় রেখেই গম্ভীর ও ধোনিকে দলে টানার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই দুই ক্রিকেটারই লোকসভা নির্বাচনে দাঁড়াবেন, এমনটাই নাকি চিন্তাভাবনা বিজেপি’র। অন্তত মিডিয়া রিপোর্ট তেমনই ইঙ্গিত দিচ্ছে। 

আসন্ন নির্বাচনে দিল্লি থেকে লড়তে পারেন গম্ভীর। গম্ভীরের জনপ্রিয়তার কথা সবর্জনবিদিত। গম্ভীর বেড়ে উঠেছেন দিল্লিতেই। ফলে দিল্লির মানুষের সুখ-দুঃখের কথা তাঁর অজানা নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গম্ভীরের পাশাপাশি পার্টি ধোনির সঙ্গেও কথাবার্তা চালাচ্ছে। ধোনির জনপ্রিয়তার জন্য ঝাড়খণ্ডে মাহিকে দাঁড় করানোর কথা চিন্তাভাবনা করছে বিজেপি।

ধোনি এখন তার ক্রিকেট ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে গিয়েছেন। কিন্তু মাহির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। দেশের নেতৃত্ব ছেড়ে দিলেও ভারতের প্রাক্তন অধিনায়ক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল চেন্নাই সুপার কিংসের নেতা। গম্ভীর ও ধোনির মতো হেভিওয়েট প্রার্থী যদি বিজেপি-তে যোগ দেন, তাহলে দলের শক্তি প্রভূত বাড়বে, একথা বলাই বাহুল্য। ২০১৯ নির্বাচনের দিকে মাথায় রেখে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিজেপি। আর তার জন্যই দুই চ্যাম্পিয়ন ক্রিকেটারকে দলে টানার প্রক্রিয়া শুরু দলে।  

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর